images

তথ্য-প্রযুক্তি

ব্লাড মুন কী, কখন দেখা যায়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

আকাশের অপূর্ব এক দৃশ্য হলো ব্লাড মুন। চাঁদ যখন হঠাৎ করেই রক্তিম আভায় দেখা দেয়, তখন তা দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েন। জ্যোতির্বিদ্যার ভাষায় একে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। তবে সাধারণ চাঁদের মতো নয়, এই সময় চাঁদে লালচে আভা দেখা যায়, যা পৃথিবীর সৌন্দর্যপিয়াসী মানুষের কাছে এক অসাধারণ দৃশ্য হয়ে ধরা দেয়।

ব্লাড মুন কী?

ব্লাড মুন হলো এমন এক সময়, যখন পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর ছায়া ফেলে। সূর্যের আলো তখন সরাসরি চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছেঁকে দিয়ে মূলত লাল রঙ চাঁদের উপর প্রতিফলিত করে। ফলে চাঁদকে স্বাভাবিকের চেয়ে ভিন্ন আভায়, লালচে বা কমলা রঙে দেখা যায়। এ কারণেই এর নাম হয়েছে ব্লাড মুন।

ব্লাড মুন কখন দেখা যায়?

ব্লাড মুন সবসময় দেখা যায় না।

এটি কেবলমাত্র পূর্ণ চন্দ্রগ্রহণের সময় দেখা দেয়।

বছরে সাধারণত এক থেকে দুইবার পূর্ণ বা আংশিক চন্দ্রগ্রহণ হয়ে থাকে। তবে তা সব দেশ থেকে দৃশ্যমান হয় না।

যখন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে প্রতিফলিত করে এবং নীল ও সবুজ আলো ফিল্টার হয়ে যায়, তখন শুধু লালচে আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছায়। তখনই আমরা চাঁদকে রক্তিম বা ব্লাড মুন হিসেবে দেখতে পাই।

মানুষের কাছে ব্লাড মুনের তাৎপর্য

ইতিহাসে বিভিন্ন সভ্যতায় ব্লাড মুনকে রহস্যময় ও অলৌকিক ঘটনা হিসেবে দেখা হতো। কারও কাছে এটি অশুভ সংকেত, আবার কারও কাছে বিশেষ প্রাকৃতিক বিস্ময়। আধুনিক বিজ্ঞান অবশ্য এটিকে একেবারেই প্রাকৃতিক নিয়মের অংশ হিসেবে দেখে।

আরও পড়ুন: আজকের পূর্ণগ্রাস রক্তিম চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে?

সারসংক্ষেপে বলা যায়, ব্লাড মুন হলো পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদে প্রতিফলিত লালচে আভা। এটি বছরে খুব কমবার দেখা যায়, কিন্তু যখন দেখা যায় তখন আকাশপ্রেমীদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে ওঠে।

এজেড