তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এএম
বেশিরভাগ মানুষই মনে করেন চার্জার কেবল ‘চলবে যতদিন নষ্ট না হয়’। কিন্তু বাস্তবে, চার্জারেরও নির্দিষ্ট মেয়াদ থাকে – যেটা প্রস্তুতকারক কোম্পানি দিয়ে থাকে। তবে খাবার বা ওষুধের মতো প্যাকেটের উপর তারিখ লেখা থাকে না, বরং এটি রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে জানা যায়।
চার্জারের মেয়াদ বুঝবেন যেভাবে
চার্জারে থাকা QR Code বা Registration Number দিয়ে যাচাই করুন
BIS Care App (Android/iOS) দিয়ে স্ক্যান করলে চার্জারের তথ্য পাওয়া যাবে।
সেখানে প্রস্তুতকারক, সনদপত্র এবং এক্সপায়ার ডেট দেখানো হয়।
প্রস্তুতকারকের দেওয়া ওয়ারেন্টি ও সার্টিফিকেশন পরীক্ষা করুন
সাধারণত ব্র্যান্ডেড চার্জার ২-৩ বছর পর্যন্ত সঠিকভাবে কাজ করে।

শারীরিক লক্ষণ দেখে বুঝবেন চার্জার নষ্ট হতে চলেছে কিনা
চার্জার অতিরিক্ত গরম হওয়া
চার্জ দেওয়ার সময় কেটে যাওয়া বা ধীরে চার্জ হওয়া
চার্জার থেকে অস্বাভাবিক শব্দ বা পোড়া গন্ধ আসা
চার্জারের কেবল ছিঁড়ে যাওয়া বা ঢিলা হয়ে যাওয়া

নকল বা এক্সপায়ার্ড চার্জারের ঝুঁকি
ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়
অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের আশঙ্কা থাকে
ফোন হ্যাং বা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে
আরও পড়ুন: ফোনের এক্সপায়ার ডেট কীভাবে জানবেন?
সুতরাং, আপনার চার্জারটি আসল কিনা ও তার মেয়াদ কতদিন—এটা নিশ্চিত করতে QR কোড বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ভেরিফাই করুন। আর দীর্ঘদিন ব্যবহার করলে (২-৩ বছর পর) চার্জার বদলানোই নিরাপদ।
এজেড