images

তথ্য-প্রযুক্তি

নিজের নামে অতিরিক্ত সিমকার্ড ডি-রেজিস্টার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৪ এএম

এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডি-রেজিস্টার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এক বিজপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে নিজ দায়িত্বে বাতিল (ডি-রেজিস্টার) বা মালিকানা পরিবর্তন করতে হবে।

নিজের নামে কয়টি সিম আছে জানবেন যেভাবে 

গ্রাহকের মোবাইল নম্বর থেকে *16001# ডায়াল করার পর তার জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট টাইপ করে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ আপনার এনআইডিতে মোট কতটি সিম নিবন্ধিত আছে তা জানা যাবে।
sim-3-20230102161624

কীভাবে সিম ডি-রেজিস্টার করবেন

নিজের নামে কয়টি সিম আছে তা জানার পর মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। 

আরও পড়ুন: নিজের নামে ১০টির বেশি সিম কেনা যাবে না

আপনার যে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে চান, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমারে আবেদন করতে হবে। 
sim-3-20230102161624

অপারেটরের নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিলে সিম ডি-রেজিস্টার হয়ে যাবে। 

এজেড