images

তথ্য-প্রযুক্তি

ফোনে ব্লুটুথ কানেক্ট করতে পারছেন না? সহজ সমাধান জেনে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ আগস্ট ২০২৫, ০৯:২৩ এএম

ব্লুটুথ ব্যবহার করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। কখনও হেডফোন, কখনও স্মার্টঘড়ি কিংবা আবার কখনও গাড়ির সংগীত ব্যবস্থা— সংযুক্ত করতে গেলেই ফোনে ভেসে ওঠে ‘সংযোগ ব্যর্থ’ অথবা ‘যোগাযোগে সমস্যা’ লেখা বার্তা। তবে ভয় পাওয়ার কিছু নেই। কয়েকটি সাধারণ কৌশল মানলেই মিনিটের মধ্যে মিলবে সমাধান।

সমাধানের উপায়গুলো

১. ব্লুটুথ চালু ও দৃশ্যমান আছে কি না দেখুন

প্রথমে নিজের ফোনের ব্লুটুথ চালু করুন।

যে যন্ত্রটির সঙ্গে সংযুক্ত করতে চান সেটিকে দৃশ্যমান মোডে (Discoverable) রাখুন।

২. যন্ত্র পুনরায় চালু করুন

ফোন বা ব্লুটুথ যন্ত্র একবার বন্ধ করে চালু করলে অনেক সময় সমস্যা মিটে যায়।

৩. পুরনো সংযোগ মুছে ফেলুন

ব্লুটুথের সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় বা পুরনো যন্ত্রের সংযোগ তথ্য মুছে ফেলুন (ভুলে যান/Forget device)।

তারপর নতুন যন্ত্রটি আবার সংযুক্ত করার চেষ্টা করুন।

advive

৪. দূরত্ব ও চার্জ পরীক্ষা করুন

ফোন ও ব্লুটুথ যন্ত্রকে ১-২ মিটারের মধ্যে রাখুন।

উভয় যন্ত্রেই পর্যাপ্ত চার্জ আছে কি না নিশ্চিত করুন।

৫. সফটওয়্যার হালনাগাদ করুন

ফোন ও ব্লুটুথ যন্ত্রের সফটওয়্যার বা চালন-তন্ত্র (ফার্মওয়্যার) হালনাগাদ করুন।

কারণ নতুন হালনাগাদ অনেক সময় ত্রুটি সারিয়ে দেয়।

blue

৬. নেটওয়ার্ক সেটিংস নতুন করে সাজান

উপরের কোনও সমাধান কাজে না এলে ফোনের নেটওয়ার্ক সেটিংস পুনরায় সাজান (Network Settings Reset)।

এতে ওয়াই-ফাই, মোবাইল তথ্য ও ব্লুটুথের সেটিংস নতুনভাবে ঠিক হয়ে যাবে।

৭. অন্য যন্ত্র দিয়ে পরীক্ষা করুন

ব্লুটুথ যন্ত্রকে অন্য ফোন বা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে দেখুন।

আরও পড়ুন: যুগান্তকারী উদ্ভাবন: রেল লাইনে সোলার প্যানেল

সেখানে কাজ করলে বুঝবেন ফোনে সমস্যা আছে। আর যদি তাতেও কাজ না হয় তবে যন্ত্রটির যান্ত্রিক ত্রুটি থাকতে পারে।

এজেড