তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১০:৫৭ এএম
হঠাৎ ফোনের স্ক্রিন ফ্রিজ হয়ে গেলে আমরা অনেকেই ভেবে নিই, ফোন নষ্ট হয়ে গেছে। বিশেষ করে পুরনো ফোনে এই সমস্যা বেশি দেখা যায়। আসলে এটি অনেক সময় সফটওয়্যারের ত্রুটি, কম স্টোরেজ বা অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে ঘটে—যা সহজ কয়েকটি উপায়ে ঘরে বসেই সমাধান করা সম্ভব।

১. ফোর্স রিস্টার্ট করুন
অ্যানড্রয়েডে: পাওয়ার বাটন ও ভলিউম ডাউন বাটন একসঙ্গে ১০–১৫ সেকেন্ড চেপে ধরুন।
আইফোনে: ভলিউম আপ ও ভলিউম ডাউন বাটন পর্যায়ক্রমে চাপুন, তারপর পাওয়ার বাটন চেপে ধরে রাখুন।
এতে ফোনের মেমোরি রিফ্রেশ হয়ে স্ক্রিন ফ্রিজ সমস্যার সমাধান হয়।

২. চার্জ দিন
কখনও ব্যাটারি কম থাকলেও ফোনের স্ক্রিন সাড়া দেয় না। কয়েক মিনিট চার্জ দেওয়ার পর আবার ফোর্স রিস্টার্ট করার চেষ্টা করুন।
৩. ফোন ঠাণ্ডা করুন
গরম আবহাওয়ায় বা দীর্ঘক্ষণ গেম খেলার পর ফোন অতিরিক্ত গরম হয়ে স্ক্রিন আটকে যেতে পারে। তখন ফোন বন্ধ করে ঠাণ্ডা জায়গায় কিছুক্ষণ রাখুন।
৪. সেফ মোডে চালু করুন
যদি মনে হয় থার্ড-পার্টি অ্যাপ সমস্যার কারণ, তাহলে সেফ মোডে ফোন চালু করুন। এতে শুধু সিস্টেম অ্যাপ চালু হবে। সেফ মোডে স্ক্রিন ঠিকঠাক কাজ করলে সম্প্রতি ইনস্টল করা অ্যাপ মুছে ফেলুন।

৫. স্টোরেজ ফ্রি করুন
স্টোরেজ কম থাকলে সিস্টেম ধীর হয়ে যায়। অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও ডিলিট করুন এবং ক্যাশ ডেটা মুছে ফোন রিস্টার্ট করুন।
৬. ফ্যাক্টরি রিসেট (শেষ উপায়)
সব চেষ্টা ব্যর্থ হলে ফোনের ডেটা ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট করুন।
পথ: সেটিংস > সিস্টেম > রিসেট > ফ্যাক্টরি রিসেট।
আরও পড়ুন: আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে? বদলে ফেলুন এই সেটিংস
টিপস:
বর্ষাকালে বৃষ্টির পানি ফোনে লাগলে স্ক্রিন নষ্ট হতে পারে। তাই পানি থেকে ফোনকে দূরে রাখুন এবং পানি লাগলে সঙ্গে সঙ্গে শুকিয়ে নিন।
এজেড