images

তথ্য-প্রযুক্তি

২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও! ইউটিউবে সর্বাধিক দেখা বিশ্বরেকর্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ আগস্ট ২০২৫, ১০:২৮ এএম

ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার আগেই ইউটিউব বিশ্বজুড়ে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিলএখানে কোটি কোটি ভিউ পাওয়া অসংখ্য ভিডিও রয়েছে। তবে একটি ভিডিও সব রেকর্ড ভেঙে ফেলেছেযা এখনও সবচেয়ে বেশি দেখা ভিডিওর শীর্ষে।

আমরা কথা বলছি ‘বেবি শার্ক ড্যান্স’ (Baby Shark Dance) ভিডিওর কথা। মাত্রমিনিট ১৬ সেকেন্ডের এই শিশুতোষ গানের ভিডিও আপলোড হয়েছিল ১৭ জুন ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি পিংকফং (Pinkfong)-এর ইউটিউব চ্যানেলে। গেয়েছিলেন মাত্র ১০ বছরের কোরিয়ান-আমেরিকান গায়িকা হোপ সেগোইন।

ভিডিওতে দেখা যায়বেবি শার্ক, মাম্মি শার্ক, ড্যাডি শার্ক, গ্র্যান্ডমা শার্ক ও গ্র্যান্ডপা শার্ক মিলে একটি মাছের ঝাঁককে তাড়া করছে, কিন্তু শেষে মাছগুলো নিরাপদে পালিয়ে যায়। গানের সুরের শুরুতে ব্যবহার হয়েছে ডভোরজাকের Symphony No. 9-এর অংশ, যা কিছুটা ‘জস’ সিনেমার থিম মিউজিকের সঙ্গে মিলে যায়।

most

শিশুদের জন্য তৈরি হলেও এর মজার সুর ও সহজ কথা বড়দেরও মন জয় করে নেয়। জন্মদিনের পার্টি থেকে স্কুল, খেলাধুলার আসরসব জায়গায় এই গান বাজতে শুরু করে। এমনকি অনেক স্কুলে এটি শিক্ষামূলক উপকরণ হিসেবেও ব্যবহার হয়।

আরও পড়ুন: কীভাবে ইউটিউব থেকে আয় করা যায়

২০২০ সালে এটি ‘ডেসপাসিতো’-কে পেছনে ফেলে ইউটিউবের ইতিহাসে সর্বাধিক দেখা ভিডিও হয়বর্তমানে এর ভিউ সংখ্যা ১৬.১৫ বিলিয়ন ছাড়িয়েছে, এবং প্রতি ঘণ্টায় তা আরও বাড়ছে। জনপ্রিয়তার জোয়ারে গানটি পৌঁছে যায় বিলবোর্ড হট ১০০ তালিকায় এবং তৈরি হয় সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড ‘বেবি শার্ক চ্যালেঞ্জ’।

শিশুদের বিনোদন থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ার ইতিহাস—‘বেবি শার্ক ড্যান্স’ এখন এক অনন্য মাইলফলক।

এজেড