images

তথ্য-প্রযুক্তি

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে? বদলে ফেলুন এই সেটিংস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ আগস্ট ২০২৫, ১০:০৬ এএম

নতুন আইওএস ২৬ হালনাগাদে ব্যাটারি ব্যাকআপ কমে যাওয়ার সমস্যায় পড়েছেন? চিন্তার কিছু নেইঅ্যাপল পরীক্ষামূলক (বিটা) সংস্করণে এনেছে অ্যাডাপটিভ পাওয়ার মোড নামের নতুন সুবিধা, যা কার্যক্ষমতা কমানো ছাড়াই ব্যাটারির আয়ু বাড়াবে।

বর্তমান লো পাওয়ার মোডে ব্যাটারি সাশ্রয় হয় ঠিকই, তবে অনেক ফিচার সীমিত হয়ে যায়। কিন্তু অ্যাডাপটিভ পাওয়ার মোড পটভূমিতে কাজ করে পর্দার উজ্জ্বলতা কিছুটা কমানো বা প্রক্রিয়াকরণে সামান্য বেশি সময় নেওয়ার মাধ্যমে ব্যাটারি সাশ্রয় করে। ব্যাটারি ২০ শতাংশে নেমে গেলে লো পাওয়ার মোডও সক্রিয় হতে পারে।

আরও পড়ুন: আসুসের নতুন ল্যাপটপ ভিভোবুক এস১৪ বাজারে 

যেসব আইফোন মডেলে মিলবে ফিচারটি:

আইফোন ১৫ প্রো / ১৫ প্রো ম্যাক্স

আইফোন ১৬ই / ১৬ / ১৬ প্লাস

আইফোন ১৬ প্রো / ১৬ প্রো ম্যাক্স

আইফোন ১৪ প্রো বা পুরনো মডেলে এটি ব্যবহার করা যাবে না, কারণ এতে অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাপোর্ট নেই। এছাড়া ফোনে অবশ্যই আইওএস ২৬-এর পরীক্ষামূলক সংস্করণ থাকতে হবে।

battery

অ্যাডাপটিভ পাওয়ার মোড চালুর নিয়ম:

১. আইফোনের সেটিংস খুলুন

২. ব্যাটারি-তে চাপ দিন

৩. পাওয়ার মোড নির্বাচন করুন

৪. অ্যাডাপটিভ পাওয়ার মোড চালু করুন

এজেড