তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
ফেসবুকে অনেক সময় বন্ধু বা পরিচিতদের পাঠানো পেজ লাইক করার ইনভাইটেশন বিরক্তিকর হয়ে ওঠে। ব্যবসায়িক পেজ, বিনোদনমূলক পেজ কিংবা গ্রুপ থেকে বারবার আসা ইনভাইটেশন আপনার নিউজফিড ও নোটিফিকেশনকে জটিল করে দিতে পারে। তবে চাইলে সহজ কিছু সেটিংস বদলে একেবারে সব ধরনের পেজ ইনভাইটেশন বন্ধ করা সম্ভব।
ধাপ ১: ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন
মোবাইল অ্যাপ বা ডেস্কটপ—যেকোনো মাধ্যমে লগইন করুন।
ধাপ ২: সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন খুলুন
মোবাইলে: উপরের ডান কোণের ☰ (মেনু) আইকনে ট্যাপ করুন → Settings & Privacy → Settings।
কম্পিউটারে: উপরের ডানদিকে প্রোফাইল ছবিতে ক্লিক করুন → Settings & Privacy → Settings।
ধাপ ৩: নোটিফিকেশন সেটিংসে যান
Notifications বা “নোটিফিকেশন” অপশনে প্রবেশ করুন।
ধাপ ৪: পেজ ইনভাইটেশন সেটিং খুঁজে বের করুন
Pages You Manage বা Pages Invitations (বাংলায়: পেজ আমন্ত্রণ) অপশনে যান।

ধাপ ৫: ইনভাইটেশন বন্ধ করুন
“Allow Invitations” বা “আমন্ত্রণের অনুমতি দিন” অপশনটি Off করে দিন।
চাইলে নির্দিষ্ট বন্ধুদের পাঠানো ইনভাইটও ব্লক করতে পারবেন।
নিউজফিড প্রেফারেন্স ব্যবহার করে পেজ সাজেশনও বন্ধ করা যায়।
যেসব পেজ আগে থেকেই লাইক করেছেন কিন্তু দেখতে চান না, সেগুলো Unfollow করে দিন।
ব্রাউজার ব্যবহার করলে Ad Preferences থেকেও সাজেশন নিয়ন্ত্রণ করা সম্ভব।
আরও পড়ুন: ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করার উপায়
পেজ ইনভাইটেশন বন্ধ করলে ফেসবুক ব্যবহারে অপ্রয়োজনীয় নোটিফিকেশন কমে যাবে এবং নিউজফিডও আরও পরিষ্কার থাকবে। কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই আপনি বিরক্তিকর পেজ ইনভাইটেশন থেকে মুক্তি পাবেন।
এজেড