তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ১০:১১ এএম
স্মার্টফোনের ব্যাটারি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য এক শক্তির উৎস। কিন্তু কখনও কখনও দেখা যায়—ফোনের পেছনের অংশ ফুলে উঠছে বা স্ক্রিন সামান্য উঁচু হয়ে যাচ্ছে। এটি সাধারণত ব্যাটারি ফুলে যাওয়ার লক্ষণ। ব্যাটারি ফুলে যাওয়া শুধু ফোনের পারফরম্যান্সের জন্যই নয়, বরং নিরাপত্তার জন্যও বড় ঝুঁকি। তাই এর কারণ জানা এবং সতর্ক থাকা জরুরি।
অতিরিক্ত চার্জিং (Overcharging)
ফোন দীর্ঘ সময় চার্জে লাগিয়ে রাখলে ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া বেড়ে যায়, যা গ্যাস তৈরি করে এবং ব্যাটারি ফুলে ওঠে।
নিম্নমানের চার্জার বা ক্যাবল ব্যবহার
মানসম্মত চার্জার ব্যবহার না করলে ব্যাটারিতে অতিরিক্ত ভোল্টেজ বা অনিয়মিত কারেন্ট প্রবাহিত হয়, যা ব্যাটারির ক্ষতি করে।

ব্যাটারির অতিরিক্ত গরম হওয়া (Overheating)
ভারী গেম খেলা, উচ্চ রেজুলিউশনের ভিডিও দেখা বা চার্জ দেওয়ার সময় ফোন বেশি গরম হলে ব্যাটারির ভেতরের রাসায়নিক উপাদান ক্ষতিগ্রস্ত হয়।
পুরনো বা ক্ষতিগ্রস্ত ব্যাটারি
সময়ের সঙ্গে ব্যাটারির চার্জ ধারণক্ষমতা কমে যায়। পুরনো ব্যাটারিতে রাসায়নিক উপাদান ভেঙে গ্যাস তৈরি করে, ফলে তা ফুলে ওঠে।
অতিরিক্ত ডিসচার্জ
ব্যাটারি বারবার একেবারে ০% পর্যন্ত নামিয়ে চার্জ দিলে এর অভ্যন্তরীণ গঠন দুর্বল হয় এবং ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ে।

উৎপাদন ত্রুটি (Manufacturing Defect)
কখনও কখনও ব্যাটারি তৈরির সময় ত্রুটি থাকলে ব্যবহার শুরুর কিছুদিনের মধ্যেই তা ফুলে যেতে পারে।
আরও পড়ুন: যে কারণে ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়
ব্যাটারি ফুলে গেলে অবিলম্বে ফোন ব্যবহার বন্ধ করুন।
নিজে খুলে ফেলার চেষ্টা করবেন না—প্রফেশনাল টেকনিশিয়ানের সাহায্য নিন।
শুধু কোম্পানির অনুমোদিত বা মানসম্মত চার্জার ও ব্যাটারি ব্যবহার করুন।
ফোন অতিরিক্ত গরম হলে চার্জিং বন্ধ রাখুন।
এজেড