images

তথ্য-প্রযুক্তি

১৬ জিবি র‌্যামের ফোন কিনুন মাত্র ৯ হাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৯ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম

সাশ্রয়ী দামে নতুন স্মার্টফোন খুঁজছেন? তাহলে Tecno Pop 9 5G হতে পারে আপনার জন্য এক আদর্শ বিকল্প। ভারতের বাজারে এই ফোনটির দাম মাত্র ৯ হাজার টাকার কাছাকাছি। এত কম দামে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া সত্যিই বিরল।

Tecno Pop 9 5G: বাজেট সেগমেন্টের শক্তিশালী 5G স্মার্টফোন

এই ফোনে মোট ১৬ জিবি র‌্যাম রয়েছে, যার মধ্যে ৮ জিবি রিয়েল র‌্যাম এবং ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম। স্টোরেজের জন্য আছে ১২৮ জিবি অভ্যন্তরীণ মেমোরি। অ্যামাজন ইন্ডিয়ায় ফোনটির দাম রাখা হয়েছে ৯,৫৯৯ টাকা, যেখানে বিভিন্ন ব্যাঙ্ক অফারে ১০% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে দাম নেমে আসছে ৯ হাজার টাকারও নিচে। পাশাপাশি রয়েছে ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ সুবিধা।

ডিসপ্লে ও পারফরম্যান্স

Tecno Pop 9 5G-তে ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১৬১২x৭২০ পিক্সেল। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে, যা স্ক্রলিং ও গেমিংকে করে আরও মসৃণ। ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট, যা দ্রুতগতির 5G কানেক্টিভিটি ও শক্তিশালী প্রসেসিং সক্ষমতা দেয়।

inner-tecno

ক্যামেরা ও ব্যাটারি

ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে, যেখানে প্রধান সেন্সর ৪৮ মেগাপিক্সেল এবং একটি সেকেন্ডারি AI সেন্সর। সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

আরও পড়ুন: ফোনে ব্যাক কভার লাগালে কি নেটওয়ার্ক কম পায়?

অডিও ও সফটওয়্যার

স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস সাউন্ড সাপোর্টের মাধ্যমে অডিও অভিজ্ঞতা উন্নত হয়েছে। সফটওয়্যার হিসেবে ফোনটি Android 14 ভিত্তিক HiOS 14 চালায়, যা আধুনিক ফিচার ও কাস্টমাইজেশনের সুযোগ দেয়।

কনেক্টিভিটি ফিচার

Tecno Pop 9 5G-তে 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 802.11 ac (২.৪GHz ও ৫GHz), ব্লুটুথ ৫.১, GPS, ইউএসবি টাইপ-C, NFC এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক সুবিধা রয়েছে।

এজেড