তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ০১:৫৭ পিএম
আজকের আধুনিক যুগে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তাই অনেকেই তাদের ফোনের সুরক্ষার জন্য ব্যাক কভার ব্যবহার করেন। তবে মাঝেমধ্যে দেখা যায়, কিছু ব্যবহারকারী উদ্বিগ্ন হন যে ফোনে ব্যাক কভার লাগালে নেটওয়ার্ক সিগন্যাল কমে যেতে পারে। এই প্রতিবেদনটি সেই প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বাস্তবতা তুলে ধরা হলো।
মোবাইল ফোনের নেটওয়ার্ক সিগন্যাল মূলত রেডিও ওয়েভের মাধ্যমে কাজ করে, যা ফোনের অ্যান্টেনা থেকে সম্প্রচারিত হয়। ব্যাক কভার এই রেডিও ওয়েভের পথে অবাধে যেতে দিলে সিগন্যালের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনা। অধিকাংশ আধুনিক ব্যাক কভার প্লাস্টিক, সিলিকন, টিপিইউ (TPU) বা রাবারের মতো সামগ্রী দিয়ে তৈরি, যেগুলো রেডিও ওয়েভকে বাধাগ্রস্ত করে না।

তবে, কিছু ক্ষেত্রে যদি ব্যাক কভার ধাতব বা খুব মোটা হয়, তাহলে এটি রেডিও ওয়েভকে ব্লক বা দুর্বল করতে পারে। যেমন, ধাতব কভার রেডিও সিগন্যালের পথকে বাধাগ্রস্ত করে, যার ফলে নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল বা ঢিলে হয়ে যেতে পারে। একইভাবে খুব মোটা বা ঘন কভারও কখনো কখনো সিগন্যালের শক্তি কমিয়ে দিতে পারে।
রেডিও তরঙ্গ (Radio Waves): ফোনের নেটওয়ার্ক অ্যান্টেনা থেকে নির্গত রেডিও তরঙ্গ ৩০ মেগাহার্টজ থেকে ৩০ গিগাহার্টজের মধ্যে হয়। এই তরঙ্গের গতি এবং শক্তি নির্ভর করে তার মাধ্যমে পরিবহনকারী তথ্যের মানের ওপর।
ম্যাটেরিয়াল ইন্টারঅ্যাকশন: রেডিও তরঙ্গ বিভিন্ন উপকরণের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে। ধাতু তরঙ্গকে প্রতিফলিত করে, প্লাস্টিক বা সিলিকন তরঙ্গকে সহজেই পার হয়ে যেতে দেয়।

অ্যান্টেনার ডিজাইন: আধুনিক স্মার্টফোনে অ্যান্টেনাগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে সিগন্যাল গ্রহণের জন্য অপটিমাইজ করা থাকে এবং সামান্য বাধাও কাটিয়ে উঠতে পারে।
আরও পড়ুন: ইয়ারবাড কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়? জানুন কী বলছে বিজ্ঞান
সুতরাং, ফোনে সাধারণ ব্যাক কভার যেমন সিলিকন বা প্লাস্টিকের কভার লাগালে নেটওয়ার্ক সিগন্যালের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। তবে ধাতব বা অতিরিক্ত মোটা কভার ব্যবহারে কখনো কখনো নেটওয়ার্ক দুর্বল হতে পারে। তাই ফোনের সুরক্ষার জন্য হালকা এবং রেডিও তরঙ্গ প্রবাহে সহায়ক ধরনের ব্যাক কভার ব্যবহার করাই উত্তম।
এজেড