images

তথ্য-প্রযুক্তি

ফোনের চেয়েও সস্তা ওয়ানপ্লাসের এই ট্যাব

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম

ওয়ানপ্লাস সম্প্রতি ভারতে তাদের কম দামের ট্যাবলেট ওয়ানপ্লাস প্যাড লাইট বাজারে এনেছে। ফিচারের তুলনায় এর দাম বেশ সাশ্রয়ী। ট্যাবলেটটির দুটি সংস্করণ রয়েছে—

শুধু ওয়াই-ফাই সংস্করণ (৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি সংরক্ষণক্ষমতা) – দাম প্রায় ২০ হাজার টাকা

ওয়াই-ফাই + ৪জি এলটিই সংস্করণ (৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি সংরক্ষণক্ষমতা) – দাম প্রায় ২২ হাজার ৫০০ টাকা

আকর্ষণীয় ছাড়

নির্বাচিত ব্যাংক কার্ডে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড়, সঙ্গে সীমিত সময়ের জন্য অতিরিক্ত ১ হাজার ২৫০ টাকা ছাড়। এছাড়া, ৬ মাস পর্যন্ত বিনা সুদে কিস্তিতে কেনার সুযোগও থাকবে। এসব অফারের পরে দাম আরও কমে যাবে।

tab

কোথায় পাওয়া যাবে

১ আগস্ট ২০২৫ থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট, ওয়ানপ্লাসের ওয়েবসাইট এবং ভারতের বিভিন্ন খুচরা দোকানে পাওয়া যাবে।

প্রধান বৈশিষ্ট্য

ডিসপ্লে: ১১ ইঞ্চি, ৮৫.৩% স্ক্রিন-টু-বডি অনুপাত, ১৬:১০ অনুপাত, ১০-বিট রঙের গভীরতা, ৫০০ নিট উজ্জ্বলতা, চোখের আরামের প্রযুক্তি

ব্যাটারি: ৯৩৪০ এমএএইচ, একটানা ৮০ ঘণ্টা গান বা ১১ ঘণ্টা ভিডিও চালানো যাবে

চার্জিং: ৩৩ ওয়াট দ্রুত চার্জ প্রযুক্তি

tab2

অডিও: উন্নত শব্দ প্রযুক্তি

বিশেষ সুবিধা: শিশুদের জন্য বিশেষ মোড, পিতামাতার নিয়ন্ত্রণ ব্যবস্থা, চোখের সুরক্ষা সেটিংস, আগে থেকেই ইনস্টল করা গুগল কিডস স্পেস

আরও পড়ুন: 

ওয়ানপ্লাসের দাবি, এই ট্যাবলেটটি শুধু দেখতে নয়, ফিচারেও সমৃদ্ধ—বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি এবং উন্নত শব্দ প্রযুক্তি একে প্রতিযোগিতামূলক দামে সেরা বিকল্পে পরিণত করেছে।

এজেড