images

তথ্য-প্রযুক্তি

অ্যানড্রয়েড ফোনের পাঁচটি গোপন ফিচার, যা অনেকেরই অজানা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ জুলাই ২০২৫, ০৮:৩৯ এএম

স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু ফোন হাতে থাকলেও এর সব ফিচার অনেকেই জানেন না। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে কিছু গোপন ও কার্যকরী ফিচার রয়েছে, যা জানলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত হতে পারে। আজ এমন পাঁচটি গোপন ফিচার সম্পর্কে জানানো হলো, যা অনেকেরই অজানা।

১. স্ক্রিন পিনিং: নির্দিষ্ট অ্যাপে সীমাবদ্ধ রাখুন ফোন

অনেক সময় অন্যকে ফোন দিতে হয়, তবে চাই না তারা অন্য অ্যাপে ঢুকে পড়ুক। এ অবস্থায় ‘Screen Pinning’ ফিচারটি কাজে লাগতে পারে। এটি চালু করলে নির্দিষ্ট একটি অ্যাপ ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: ফোন চার্জ দেওয়া শেষে চার্জার না খুলে রাখলে কী হয়?

চালু করার উপায়:

Settings > Security > Screen pinning (বা App pinning) চালু করে নিন।

২. গেস্ট মোড: ব্যক্তিগত তথ্য লুকান অনায়াসে

কাউকে ফোন দেওয়ার সময় যদি চান তিনি যেন আপনার মেসেজ, কল হিস্টোরি বা অ্যাপস দেখতে না পান, তাহলে ‘Guest Mode’ ব্যবহার করুন। এটি চালু করলে ফোনে একটি নতুন ইউজার প্রোফাইল তৈরি হবে, যেখানে ব্যক্তিগত কিছুই দেখা যাবে না।

চালু করার উপায়:

Swipe down > User icon > Add guest বা Switch to guest

৩. স্মার্ট লক: বিশ্বস্ত স্থানে ফোন আনলক থাকবে

বারবার পিন বা ফিঙ্গারপ্রিন্ট দিতে বিরক্ত? Trusted Places ফিচারটি চালু করলে নির্দিষ্ট লোকেশনে গেলে (যেমন: বাসায়) ফোন নিজের থেকেই আনলক থাকবে।

চালু করার উপায়:

Settings > Security > Smart Lock > Trusted Places

৪. ডুয়াল অ্যাপস: এক ফোনে দুইটি WhatsApp বা Facebook

অনেক ব্র্যান্ড (যেমন Samsung, Xiaomi, Realme ইত্যাদি) ফোনে ডুয়াল অ্যাপ ফিচার থাকে, যার মাধ্যমে একই অ্যাপের দুটি আলাদা কপি চালানো যায়। এতে করে এক ফোনেই চালাতে পারবেন দুটি WhatsApp বা Facebook অ্যাকাউন্ট।

phone

চালু করার উপায় (ব্র্যান্ড ভেদে):

Settings > Dual Apps / App Cloner / Parallel Apps

৫. অফলাইন ম্যাপ: ইন্টারনেট ছাড়াই পথ খুঁজে নিন

গুগল ম্যাপস ব্যবহার করেন? কিন্তু অনেক সময় নেট থাকে না। গুগল ম্যাপসে নির্দিষ্ট জায়গার ম্যাপ ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করতে পারেন।

চালু করার উপায়:

Google Maps > Profile icon > Offline maps > Select your own map > Download

উন্নত প্রযুক্তির অ্যানড্রয়েড ফোনে এমন অনেক ফিচার লুকানো আছে, যা জানলে ব্যবহার আরও সহজ ও নিরাপদ হয়। আজকের পাঁচটি গোপন ফিচার জানলে হয়তো আপনিও ভাববেন—এতদিন এটা জানতাম না কেন!

এজেড