images

তথ্য-প্রযুক্তি

ফোন চার্জ দেওয়া শেষে চার্জার না খুলে রাখলে কী হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ জুলাই ২০২৫, ১১:১৫ এএম

ব্যস্ততা বা আলসেমির কারণে অনেকেই ফোন চার্জ দেওয়া শেষ হলেও চার্জার সকেট থেকে খুলে রাখেন না। এমনকি অনেক সময় সারারাত চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। প্রশ্ন হলো—চার্জ সম্পূর্ণ হওয়ার পরও যদি ফোনে চার্জার লাগানো থাকে, তাহলে কী কোনো ক্ষতি হয়?

ফোনে চার্জ ১০০% হলে কী হয়?

আধুনিক স্মার্টফোনগুলোতে স্মার্ট চার্জিং মেকানিজম থাকে। অর্থাৎ ফোনের ব্যাটারি ১০০% চার্জ হয়ে গেলে ফোন নিজেই চার্জ গ্রহণ বন্ধ করে দেয়।

তবে ব্যাটারি ৯৯% হয়ে গেলে আবার চার্জ নেওয়া শুরু করে—এভাবেই trickle charging বা on-off charging loop চলতে থাকে।

charging_pic

চার্জার না খুললে কী ক্ষতি হতে পারে?

১. ব্যাটারির ওপর চাপ পড়ে

বারবার চার্জ অন-অফ হতে থাকলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে।

দীর্ঘ মেয়াদে ব্যাটারির পারফরম্যান্স দুর্বল হয়।

২. ফোন ও চার্জার অতিরিক্ত গরম হয়

প্লাগে লেগে থাকলে ফোন হালকা গরম হতে থাকে।

গরম আবহাওয়ায় বা বেডের নিচে থাকলে ওভারহিটিং হয়ে বিপদ ঘটতে পারে।

chargingpic_2

৩. বিদ্যুৎ অপচয়

ফোন চার্জ না নিলেও চার্জার সকেটে লাগানো থাকলে বিদ্যুৎ খরচ হয়।

এতে বিদ্যুতের অপচয় বাড়ে এবং মাস শেষে বিলও বেড়ে যেতে পারে।

৪. স্মার্ট চার্জারেও আগুন লাগার ঝুঁকি

বিশেষ করে যদি চার্জার পুরনো বা কম মানের হয়, তাহলে অতিরিক্ত সময় সকেটে লাগানো থাকলে শর্টসার্কিট বা আগুন লাগার সম্ভাবনা থাকে।

charging

কী করা উচিত?

ফোনে ‘Battery Full Alert’ অ্যাপ ব্যবহার করতে পারেন—যা ফুল চার্জ হলে নোটিফিকেশন দেয়।

রাতে চার্জ দিয়ে ঘুমানোর বদলে দিনের বেলা চার্জ দেওয়া অভ্যাস গড়ুন।

ভালো ব্র্যান্ডের চার্জার ও ক্যাবল ব্যবহার করুন।

আরও পড়ুন: র‌্যাম নাকি রম দেখে ফোন কিনবেন?

চার্জিং শেষ হলে চার্জার খুলে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

চার্জ দেওয়া শেষে ফোনে চার্জার লাগিয়ে রাখা হয়তো খুব ক্ষতিকর নয়, তবে এটি দীর্ঘমেয়াদে ব্যাটারির ক্ষতি করে এবং নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে রাতে ঘুমানোর সময় ফোন চার্জে রেখে না ঘুমানোই ভালো। স্মার্টফোনের স্মার্টনেস কাজে লাগাতে হলে, ব্যবহারকারীকে আরও সচেতন হতে হবে।

এজেড