images

তথ্য-প্রযুক্তি

ডিএসএলআর ‘কিলার’ স্মার্টফোন আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ জুন ২০২২, ১১:৪৪ এএম

জাপানের বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্মার্টফোনের জন্য যুগান্তকারী এক সেন্সর বাজারে আনছে। যা স্যামসাংসহ একাধিক ব্র্যান্ডের মডেলে ব্যবহৃত হবে। সনির এই ক্যামেরা সেন্সর হবে ১০০ মেগাপিক্সেলের।যা ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে।  

মিডরেঞ্জের ফোনগুলো বিশেষ এই ক্যামেরা সেন্সর ব্যবহৃত হবে। যা তৈরির কাজ শেষ। 

২০২৩ সালে গ্যালাক্সি এস২৩ সিরিজে এই ক্যামেরা সেন্সর ব্যবহার হতে পারে।

phoneসম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে আইএমএক্স৮ সিরিজে এই ক্যামেরা সেন্সর লঞ্চ হবে। 

প্রসঙ্গত স্যামসাংয়ের তৈরি ২০০ মেগাপিক্সেলের সেন্সরটির নাম আইসোসেল এইচপি৩। এটাই এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম মোবাইল ক্যামেরা সেন্সর। ইতিমধ্যেই স্যামসাংয়ের একগুচ্ছ ফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা গিয়েছে।

আইএমএক্স ৮ সেন্সর ছাড়াও আইএমএক্স ৯ সিরিজের সেন্সর তৈরির কাজ শুরু করেছে সনি। এই সিরিজে একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সরও থাকতে পারে। এই সেন্সরের নাম হতে পারে আইএমএক্স ৯৮৯।

প্রায় ১ ইঞ্চি সাইজের এই ক্যামেরা সেন্সর নিয়ে আসতে পারে সনি। শোনা যাচ্ছে শাওমি ১২ আল্ট্রা ফোনে প্রথম এই সেন্সর ব্যবহার হতে পারে।

phoneবিশ্বের একাধিক জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাকে ক্যামেরা সেন্সর সরবরাহ করে সনি।

স্মার্টফোন দুনিয়ায় দুর্দান্ত ক্যামেরার জন্য সুনাম রয়েছে অ্যাপল আইফোন, গুগল পিক্সেলের মতো ফোনগুলোর। এই দুই ফোনেই সনির তৈরি ক্যামেরা সেন্সর ব্যবহার হয়। মোবাইলে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য বিশ্বের সেরা ফোনগুলোর মধ্যে অন্যতম এগুলো।

এজেড