তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম
ব্যবহারকারী বাড়াতে নতুন একাধিক পদক্ষেপ নিয়েছে ইউটিউব তথা গুগল। যা এই প্ল্যাটফর্মে ভিডিও সার্চ করার পন্থাই বদলে দেবে। এই সিদ্ধান্তের ফলে আগামী ২১ জুলাই থেকে ইউটিউবের ট্রেন্ডিং পেজ এবং ট্রেন্ডিং নাউ লিস্ট সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাবে। প্রসঙ্গত এই ফিচারগুলো চালু হয়েছিল ২০১৫ সালে। বিগত ১০ বছরের ট্রেন্ডিং ভিডিও প্রদর্শনের জন্যই কাজ করে যাচ্ছিল এটি। কিন্তু ইউটিউবের নতুন পরিকল্পনায় জায়গা করে নিতে পারেনি এই দুইটি পেজ।
ইউটিউবে নতুন ফিচার
ইউটিউব থেকে ট্রেন্ডিং হারিয়ে যেতে বসলেও আসছে নতুন ফিচার। যার নাম ক্যাটাগরি স্পেসিফিক চার্টস। সহজভাবে বললে ক্যাটাগরি-ভিত্তিক চার্ট। এর অর্থ হল, কোনও সিঙ্গেল বা একটা পেজে মিলবে না ট্রেন্ডিং ভিডিওগুলো। বরং সেগুলি আলাদা আলাদা ক্যাটাগরির আওতায় প্রদর্শন করা হবে। এর মধ্যে থাকবে বেশ কিছু স্পেশ্যাল ক্যাটাগরি। যথা: Trending Music Videos, Weekly Top Podcast Shows এবং Trending Movie Trailers।
আরও পড়ুন: আপনার ফোন হ্যাক হয়েছে কিনা যেসব লক্ষণে বুঝবেন
ইউটিউবের ভাষ্য, বর্তমানে ব্যবহারকারীরা ট্রেন্ডিং পেজে সেভাবে আসেন না। বেশিরভাগ ব্যবহারকারীই সার্চ, Explore ট্যাব, চ্যানেল ভিজিট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমেই কন্টেন্ট খুঁজে নেন। সেই কারণেই আরও রিলেটেড এবং ক্যাটাগরি-ভিত্তিক ট্রেন্ডিং আনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি।
অভিজ্ঞতা হবে আরও পার্সোনালাইজড
বর্তমানে ব্যবহারকারী যে কন্টেন্ট দেখবেন, সেটি নিজেদের পছন্দ অনুযায়ীই দেখতে পাবেন তিনি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে, যদি কেউ গান শুনতে ভালবাসেন, তাহলে তিনি ট্রেন্ডিং মিউজিক ভিডিও আরও বেশি পরিমাণে দেখতে পাবেন। আবার কোনও ব্যবহারকারী যদি টেক ভিডিও দেখেন, তাহলে সেই সংক্রান্ত ভিডিওই তার সামনে আসতে থাকবে। এতে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে পাবেন।
ক্রিয়েটরদের জন্য থাকবে ইন্সপায়রেশন ট্যাব
ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটররা ট্রেন্ডিং পেজ ব্যবহার করে নতুন ট্রেন্ডের বিষয়ে বুঝতে পারতেন। বর্তমানে YouTube Studio-তে গিয়ে Inspiration Tab ব্যবহার করে আগের মতোই নতুন ট্রেন্ড বুঝতে সক্ষম হবেন তাঁরা। এক্ষেত্রে তাঁরা ট্রেন্ডিং টপিক এবং কন্টেন্ট আইডিয়া সংক্রান্ত বিষয়ে জরুরি তথ্য পেয়ে যাবেন।
শিগগিরই আসছে হাইপ ফিচার
ইউটিউবের আরও একটি নতুন বিষয় ঘোষণা করেছে। এই নতুন ফিচারটির নাম হল হাইপ। এর মাধ্যমে ব্যবহারকারী বা ভিউয়াররা নিজেদের পছন্দের যে কোনও ভিডিও প্রোমোট করতে সক্ষম হবেন। এতে নতুন এবং উঠতি ক্রিয়েটরদের দারুণ সুবিধা হবে। তাঁরা আরও বেশি ভিউ পেতে সক্ষম হবেন।
ব্যবহারকারীদের জন্য কী কী পরিবর্তন হবে? ট্রেন্ডিংয়ে কী চলছে, সেটা দেখার জন্য ব্যবহারকারীদের এবার থেকে Explore সেকশন অথবা আলাদা ক্যাটাগরিতে যেতে হবে। কিন্তু সবথেকে ভাল বিষয় হল যে, এখন প্রত্যেকে নিজেদের পছন্দসই ট্রেন্ডিং কন্টেন্ট দেখতে পাবেন। ফলে একই লিস্টে সব কিছুর সঙ্গে মিশে থাকা কন্টেন্ট আর তাঁদের দেখতে হবে না।
এজেড