images

তথ্য-প্রযুক্তি

আপনি যদি এই পাসওয়ার্ড ব্যবহার করেন তবে এখনই বদলান

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ জুলাই ২০২৫, ১১:২৯ এএম

ইন্টারনেট ছাড়া এ যুগকে কল্পনা করা অসম্ভব। ইন্টারনেটের যুগে মানুষকে বেশি করে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এমন পরিস্থিতিতে যদি আপনি একটি সাধারণ পাসওয়ার্ড রাখেন, তা হলে হ্যাক হওয়ার আশঙ্কাও বেশি।

অনেক ইন্টারনেট ব্যবহারকারী খুবই সহজ ধরনের পাসওয়ার্ড  ব্যবহার করেন। তাতে হ্যাকারদের পক্ষে ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করা সহজ হয়ে যায়।

password

নিজের প্রথম নাম,জন্ম তারিখ বা 12345 এর মতো পাসওয়ার্ড হ্যাকারদের কাজ সহজ করে দেয়। 

James Howlett/Logan, Clark Kent, Bruce Wayne ও Peter Parker- পাসওয়ার্ডও দ্রুত হ্যাক হয়।

word

২০২০ সালে 123456 সবচেয়ে সাধারণ পাসওয়ার্ড ছিল। এবং এটি ২৩ মিলিয়ন মানুষ ব্যবহার করেছিলেন।

আরও পড়ুন: ফোনের চার্জার দিনভর প্লাগে লাগানোই থাকে? জানুন কী ভুল করছেন

আপনিও যদি এই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তবে এখনই বদলান। 

এজেড