images

তথ্য-প্রযুক্তি

এআই দিয়ে তৈরি ভিডিও কীভাবে চিনবেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম

আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এতটাই উন্নত হয়েছে যে চাইলেই তৈরি করা যায় মানুষের মতো দেখতে মুখ, কণ্ঠে বলা কথা, এমনকি বাস্তবের মতো দৃশ্যসহ ভিডিও। এই ভিডিওগুলোকে বলা হয় ডিপ ফেক বা এআই জেনারেটেড ভিডিও।

এগুলো খুব বাস্তব মনে হলেও অনেক সময় এগুলো মিথ্যা তথ্য ছড়ায়, ভুয়া বক্তব্য তৈরি করে বা বিভ্রান্তি ঘটায়। তাই সচেতন ব্যবহারকারীর জন্য জরুরি জেনে রাখা – কীভাবে বুঝবেন কোনো ভিডিও এআই দিয়ে বানানো কিনা?

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৮টি উপায়

১. মুখের অভিব্যক্তি অপ্রাকৃত বা মসৃণ

অনেক সময় চোখের পলক কম হয় বা অস্বাভাবিক হয়।

ai_vedio_e

২. মুখ, ঠোঁট ও শব্দ ঠিকমতো মিলছে না।

হাসি বা মুখের চলাচল খুব নিখুঁত বা বেশি মসৃণ, যা বাস্তবে হয় না

৩. পাশের ব্যাকগ্রাউন্ডে বিকৃতি

ব্যাকগ্রাউন্ডে কিছু বস্তু যেমন — জানালা, গাছ, আলো — অস্পষ্ট বা বিকৃত মনে হতে পারে

হাতে থাকা বস্তু (যেমন গ্লাস, কলম) ঝাপসা বা বিকৃতভাবে দেখা যায়

avi_vedo

৪. কণ্ঠস্বরের গলায় অস্বাভাবিকতা

এআই জেনারেট করা কণ্ঠ অনেক সময় বেশি নিখুঁত বা রোবোটিক লাগে

উচ্চারণে ভারসাম্য থাকে না (গুরুত্বহীন শব্দে জোর, গুরুত্বপূর্ণ শব্দে কম জোর)

৫.  বডি ল্যাংগুয়েজ ও গলার টোনে অমিল

শরীরের অঙ্গভঙ্গি ও কথাবার্তার মাঝে সময়মতো মিল না থাকা

অস্বাভাবিক সময় বিরতি বা ভুল সময়ে মাথা নাড়া

৬.  ভিডিওর আলো ও ছায়া নিয়ে অস্বাভাবিকতা

ভিডিওর আলো শরীর বা মুখের সঙ্গে মেলেনা

ছায়া সবদিকেই একরকম থাকে, বাস্তবে যা হয় না

vedeo

৭. ভিডিও রেজোলিউশনে হঠাৎ পরিবর্তন

মুখের অংশ বা চেহারার কোনো কিছুতে হঠাৎ ঝাপসা বা পিক্সেল ভাঙা দেখা যায়

এআই ভিডিওর অনেক সময় মুখের চারপাশে ফ্রেমিং ভুল থাকে

৮. ফ্যাক্ট চেকিং ও সোর্স যাচাই করুন

ভিডিওটি কে পোস্ট করেছে?

বিশ্বাসযোগ্য মিডিয়া বা ব্যক্তি কি শেয়ার করেছে?

ভিডিওর বক্তব্যের সত্যতা কি সংবাদমাধ্যমে এসেছে?

এআই ভিডিও চেকার টুলস ব্যবহার করুন

image

কিছু অনলাইন টুল বা ব্রাউজার এক্সটেনশন রয়েছে যা এআই ভিডিও শনাক্ত করতে সাহায্য করে। যেমন-

Deepware Scanner

InVID

Hive Moderation

Reality Defender (পেওয়ার্ড)

কেন চিনে রাখা জরুরি?

ভুয়া ভিডিও দিয়ে রাজনৈতিক বিভ্রান্তি, চরিত্র হনন, এমনকি আর্থিক প্রতারণাও করা যায়

ভুল তথ্য বিশ্বাস করে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে

আরও পড়ুন: ফোনের স্ক্রিন লক না করলে কি কোনো সমস্যা হয়?

সামাজিক বিভ্রান্তি এবং গুজব ছড়ানো প্রতিরোধ করা জরুরি

বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারণার ধরনও আধুনিক হয়েছে। তাই সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদেরও সচেতন হতে হবে। এআই জেনারেটেড ভিডিও অনেক সময় বাস্তব মনে হলেও তাতে লুকিয়ে থাকতে পারে বিভ্রান্তিকর উদ্দেশ্য। তাই বিশ্বাস করার আগে যাচাই করুন – চোখে দেখা সবই সত্য নয়।

এজেড