তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১২:১১ পিএম
আজকের দিনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। কিন্তু অনেকেই জানেন না, কখন ফোন চার্জ দেওয়া উচিত বা কত পারসেন্ট চার্জে পৌঁছালে চার্জ দেওয়া ভালো। ভুল চার্জিং অভ্যাসের কারণে ফোনের ব্যাটারির আয়ু দ্রুত কমে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কত শতাংশ চার্জ থাকতে ফোন চার্জে দেওয়া উচিত এবং এর পেছনের বিজ্ঞান।
বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি ২০% এর নিচে নামার আগেই চার্জে দেওয়া উচিত, এবং ৮০%-৯০% পর্যন্ত চার্জ করে চার্জার খুলে ফেলা ভালো।
অর্থাৎ ২০% - ৮০% এর মধ্যে চার্জ রাখতে পারলে ফোনের ব্যাটারির আয়ু বেশি দিন ভালো থাকে।
লিথিয়াম-আয়ন ব্যাটারি (Lithium-ion battery), যা আধুনিক ফোনে ব্যবহৃত হয়, তা পুরোপুরি ডিসচার্জ হলে অভ্যন্তরীণ ক্ষতি হতে পারে।
বারবার ০% পর্যন্ত নামানো গেলে ব্যাটারির 'সার্কেল লাইফ' (Battery cycle life) দ্রুত কমে যায়।
ফোন বন্ধ হয়ে গেলে প্রক্রিয়াগতভাবে ব্যাটারি স্ট্রেইনে পড়ে।
মাঝে মাঝে ১০০% চার্জ করা সমস্যা নয়, তবে প্রতিদিন বা নিয়মিত ১০০% চার্জ দেওয়া দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।
চার্জ ফুল হলে অতিরিক্ত ভোল্টেজ ব্যাটারির উপর চাপ সৃষ্টি করে।
অনেক ফোনে এখন ‘অপটিমাইজড চার্জিং’ অপশন থাকে, যা ৮০%-তে থেমে যায়—এটা চালু রাখা ভালো।
যদি ফোনে ‘Battery Optimization’ বা ‘Trickle Charging’ ফিচার না থাকে, তাহলে সারারাত চার্জে রাখা ঝুঁকিপূর্ণ।
এতে ব্যাটারি গরম হয়ে যেতে পারে, যা ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।
ভালো মানের চার্জার ব্যবহার না করলে অতিরিক্ত তাপের কারণে বিস্ফোরণের ঝুঁকিও থাকে।
ব্যাটারি ২০%-এ নামলে চার্জ দিন
৮০-৯০% পর্যন্ত চার্জ করুন
সারারাত চার্জে রাখবেন না
চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার না করাই ভালো
শুধু মূল চার্জার বা ভালো মানের চার্জার ব্যবহার করুন
গরম অবস্থায় চার্জ দেওয়া থেকে বিরত থাকুন
আরও পড়ুন: ওয়াইফাই সিগন্যাল এক্সটেন্ডার কীভাবে কাজ করে?
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে হলে শুধু ভালো চার্জার ব্যবহার করাই যথেষ্ট নয়, সঠিক সময় চার্জ দেওয়া এবং চার্জিংয়ের নিয়ম অনুসরণ করাও জরুরি। ২০%-৮০% নিয়ম অনুসরণ করলে ফোনের ব্যাটারি অনেকদিন ভালো থাকবে এবং চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা কমে যাবে।
এজেড