তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ জুন ২০২৫, ১১:৩৯ এএম
ফোন ধীরগতির হলে, বারবার হ্যাং করলে বা ভাইরাসে আক্রান্ত হলে অনেকেই ‘ফ্যাক্টরি রিসেট’ করার পরামর্শ দিয়ে থাকেন। আবার কেউ পুরনো ফোন বিক্রির আগে ব্যক্তিগত তথ্য মুছে ফেলতেও রিসেট দেন। কিন্তু প্রশ্ন হলো, ফোন রিসেট দিলে আসলে কী হয়?
ফোন রিসেট বা ‘ফ্যাক্টরি রিসেট’ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ফোনটি তার মূল (কারখানা থেকে বের হওয়া) অবস্থায় ফিরে যায়। এর ফলে ফোনের সব ইউজার ডেটা ও সেটিংস মুছে গিয়ে এটি একদম নতুন অবস্থায় ফিরে আসে।

ফোন মেমোরিতে থাকা সব ছবি, ভিডিও, অডিও
ডাউনলোড করা অ্যাপ ও তাদের তথ্য
সেভ করা কন্টাক্ট নম্বর (যদি সিম বা গুগলে না থাকে)
এসএমএস ও কল হিস্টোরি
ওয়াইফাই পাসওয়ার্ড ও ব্লুটুথ সেটিংস
লগ-ইন করা অ্যাকাউন্ট (গুগল, ফেসবুক, ইমেইল)
ফোনের নিজস্ব সেটিংস বা কাস্টমাইজেশন
তবে এসডি কার্ড ও সিম কার্ডের ডেটা সাধারণত মুছে যায় না, যদি না আপনি তা নিজে থেকে ফরম্যাট করেন।
রিসেটের পর ফোনে কোনো ইউজার ডেটা থাকে না। ফলে প্রথমবার সেটআপ করার মতো অবস্থা তৈরি হয়।
আরও পড়ুন: ফোনের স্ক্রিন লক না করলে কি কোনো সমস্যা হয়?
অনেক অপ্রয়োজনীয় অ্যাপ, ক্যাশে ও ব্যাকগ্রাউন্ড ফাইল মুছে গিয়ে ফোন কিছুটা ফাস্ট হতে পারে।
অনেক সময় ভাইরাস, সফটওয়্যার গ্লিচ বা বাগের কারণে সমস্যা হলে রিসেট দিলে তা ঠিক হয়ে যায়।
ফোন অন্য কাউকে দেওয়ার আগে রিসেট দিলে আপনার তথ্য ফাঁস হওয়ার ভয় কমে।

সব গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিন (গুগল ড্রাইভ, মেমোরি কার্ড বা কম্পিউটার)
কন্টাক্ট, ছবি, ডকুমেন্ট—যা দরকার সব সংরক্ষণ করুন
গুগল বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে সাইন-আউট করুন (অনেক ফোনে FRP লোক থাকে)
চার্জ অন্তত ৫০% রাখুন
Settings > System > Reset > Factory Data Reset > Confirm
Settings > General > Transfer or Reset iPhone > Erase All Content and Settings
ফোন রিসেট দেওয়া একদিকে যেমন পুরনো সমস্যা মেটাতে সাহায্য করে, তেমনি নতুন করে শুরু করার জন্যও এটি দরকারি। তবে এটি দেয়ার আগে ব্যাকআপ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একবার রিসেট দিলে ডেটা ফেরত পাওয়া সম্ভব নয়।
এজেড