images

তথ্য-প্রযুক্তি

ফোনের স্ক্রিন লক না করলে কি কোনো সমস্যা হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ জুন ২০২৫, ১১:০২ এএম

ফোন এখন আর শুধু কথা বলার যন্ত্রই নয়, স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ফোনে থাকে আমাদের ব্যক্তিগত ছবি, ব্যাংকিং অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের মেইল, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত তথ্যও। কিন্তু অনেকেই ফোনে কোনো স্ক্রিন লক না দিয়ে ব্যবহার করেন। না প্যাটার্ন, না পাসওয়ার্ড, না পিন—ফোন আনলক অবস্থায়ই থাকে সারাক্ষণ। প্রশ্ন হলো, এতে কি কোনো সমস্যা হয় না?

কেন মানুষ স্ক্রিন লক ব্যবহার করে না?

অনেকেই মনে করেন বারবার লক খুলতে বিরক্তি লাগে।

ফোনে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই।

বাড়ির বাইরে খুব একটা যান না, তাই চুরি হওয়ার ভয়ও কম।

ফোন নিজের কাছেই থাকে, তাই সুরক্ষার দরকার নেই।

কিন্তু বাস্তবতা হলো, ফোনে স্ক্রিন লক না থাকলে নানা সমস্যায় পড়ার আশঙ্কা বাড়ে।

lock

স্ক্রিন লক না রাখার সমস্যাগুলো

১. ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি

ফোনে আপনার ছবি, ভিডিও, মেসেজ, কল লগ, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম—সব কিছুই সুরক্ষিত থাকে স্ক্রিন লকের পেছনে। ফোন হারিয়ে গেলে বা কেউ হাতে পেয়ে গেলে এক ক্লিকে সব কিছু জেনে ফেলতে পারে।

২. ব্যাংকিং ও ফিনান্স অ্যাপ নিরাপত্তাহীন

আপনার বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যাংক অ্যাপ যদি ফোনে ইন্সটল করা থাকে, তবে স্ক্রিন লক না থাকলে যে কেউ সেই অ্যাপে ঢুকে টাকা ট্রান্সফার করতে পারে।

৩. অপ্রয়োজনে ফোন ব্যবহার বা মুছে ফেলা

ছোট বাচ্চা বা অন্য কেউ ফোন হাতে পেয়ে ছবি মুছে ফেলতে পারে, গেম ডাউনলোড করতে পারে, ভুলবশত গুরুত্বপূর্ণ নথি মুছে ফেলতেও পারে।

আরও পড়ুন: প্যাটার্ন নাকি পাসওয়ার্ড দিয়ে ফোন লক করা ভালো

৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলা

ফেসবুক বা হোয়াটসঅ্যাপ খুলে কেউ যদি মেসেজ পাঠায় বা স্ট্যাটাস দেয়, সেটি আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে।

lock2

৫. ডেটা চুরি ও পরিচয়ের অপব্যবহার

ফোনে সংরক্ষিত পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ছবি) কিংবা অন্যান্য তথ্য অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে।

স্ক্রিন লকের সুবিধা

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।

ফোন চুরি হলেও তথ্য অন্যের হাতে না যাওয়ার নিশ্চয়তা বাড়ে।

শিশুদের হাতেও ফোন দিলে নিরাপদ।

অনিচ্ছাকৃতভাবে কোনো অ্যাপ বা তথ্য মুছে যাওয়ার ভয় থাকে না।

এজেড