তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ জুন ২০২৫, ০২:৪৩ পিএম
এআই ভিডিও মানে এমন এক ধরনের ভিডিও, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) প্রযুক্তির সাহায্যে তৈরি হয়। এই ভিডিও তৈরি করতে বাস্তব ক্যামেরা, স্টুডিও কিংবা অভিনেতা–অভিনেত্রী প্রয়োজন হয় না। শুধু একটি স্ক্রিপ্ট বা ধারণা (prompt) দিলেই AI সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দৃশ্য, চরিত্র, আবেগপ্রকাশ, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড।
টেক্সট-টু-ভিডিও (Text-to-Video)
ইমেজ-টু-ভিডিও (Image-to-Video)
ডিপফেইক ভিডিও (কোনো ব্যক্তির মুখ ও কণ্ঠ ব্যবহার করে বানানো ভিডিও)
বর্তমানে মার্কেটিং, শিক্ষাদান, বিনোদন ও সোশ্যাল মিডিয়ার কনটেন্টে এআই ভিডিওর ব্যবহার ক্রমেই বাড়ছে।

এআই ভিডিও তৈরি করার জন্য অনেক সহজ ও জনপ্রিয় টুল রয়েছে। নিচে ধাপে ধাপে একটি সাধারণ গাইড দেওয়া হলো:
ভিডিওতে কী দেখাতে চান? সেটির একটা ছোট লেখা বা ধারণা তৈরি করুন। যেমন:
‘একজন শিশুর স্বপ্নে চাঁদে যাওয়ার কাহিনি’ অথবা ‘৩ মিনিটে জেনে নিন পেঁয়াজের উপকারিতা’।

এখন বেশ কয়েকটি এআই টুল জনপ্রিয়। এগুলোর মধ্যে বেশি ব্যবহৃত হচ্ছে- সোরা (ওপেনএআই), রানওয়ে, পিকা ল্যাবস, সিনথেসিয়া, হেজেন ইত্যাদি।
টুলে গিয়ে নির্ধারিত জায়গায় আপনার লেখা বা প্রম্পট দিন। যেমন:
‘Generate a 15-second video of a cat playing piano in a concert hall.’
অনেক টুল আপনাকে ভয়েস, চরিত্র, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভাষা নির্বাচন করার সুযোগ দেয়। আপনি চাইলে বাংলা ভাষাও বেছে নিতে পারেন কিছু টুলে।
সব সেটিং ঠিক করে ‘Generate’ বাটনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড বা মিনিটের মধ্যে ভিডিও রেডি হয়ে যাবে। আপনি চাইলে সেটি ডাউনলোড করে ইউটিউব, ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন।
এআই ভিডিওতে যেন ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
কপিরাইট সংরক্ষিত ইমেজ বা ভয়েস ব্যবহারে সাবধানতা জরুরি।
ইউটিউব বা ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা মেনে কনটেন্ট বানাতে হবে।
বিশেষজ্ঞদের মতে, আগামীতে ইউটিউব, সোশ্যাল মিডিয়া এমনকি সিনেমার একটি বড় অংশ AI ভিডিও দিয়ে তৈরি হবে। তাই এখনই এই প্রযুক্তি শেখা ও ব্যবহার করা সময়োপযোগী সিদ্ধান্ত হতে পারে।
আরও পড়ুন: শিশুদের প্রযুক্তির নিরাপদ ব্যবহার শেখাবেন যেভাবে
এআই ভিডিও শুধু সময় ও খরচ কমায় না, বরং নতুন ধরনের কনটেন্ট তৈরির সুযোগ করে দেয়। তবে প্রযুক্তির পাশাপাশি আমাদের নৈতিকতা, তথ্যের সত্যতা ও দায়বদ্ধতার দিকেও সমান মনোযোগ দেওয়া জরুরি।
এজেড