তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ জুন ২০২৫, ০৯:৫৫ এএম
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অনেকের স্টাইল স্টেটমেন্ট, কাজের সরঞ্জাম ও বিনোদনের সঙ্গী। তাই একে রক্ষা করা জরুরি। ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ সুরক্ষা উপাদান হলো ব্যাককভার। তবে প্রশ্ন হলো— ফোনের ব্যাক কভার কতদিন পর পর বদলানো উচিত?
১. ফোনকে আঘাত ও ধুলাবালি থেকে রক্ষা করা
২. দ্রুত স্ক্র্যাচ পড়া বা কালার ফেড হওয়া ঠেকানো
৩. হাত থেকে ফসকে পড়া ঠেকিয়ে গ্রিপ বাড়ানো
৪. স্টাইল বা ডিজাইন বদলে নতুন লুক আনা
নির্দিষ্ট সময় না থাকলেও সাধারণত নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্যাককভার বদলানো উচিত:
যদি ব্যাক কভারে ফাটল, রঙ চটে যাওয়া, স্ক্র্যাচ বা ঢিলা হয়ে যাওয়ার লক্ষণ দেখা যায়, তাহলে ৪–৬ মাস পরপর বদলানো উত্তম।

নিয়মিত পরিষ্কার না করলে ব্যাককভারে ময়লা জমে জীবাণু সংক্রমণ ঘটাতে পারে। যদি পরিষ্কার করেও গন্ধ বা দাগ না যায়, তবে নতুন ব্যাককভার নেওয়া উচিত।
বর্ষাকালে ওয়াটারপ্রুফ কভার বা গরমকালে হালকা ও বাতাস চলাচল করে এমন কভার ব্যবহার করতে পারেন। মৌসুমি প্রয়োজনে কভার বদলানো যেতে পারে।
অনেকেই পছন্দ অনুযায়ী ব্যাককভার বদলে স্টাইল বদলাতে চান। মাসে একবার বা প্রয়োজনমতো কভার পরিবর্তন করা যেতে পারে।

সিলিকন কভার: হালকা, নমনীয় ও সাশ্রয়ী
TPU (Thermoplastic Polyurethane): শক্ত, দীর্ঘস্থায়ী এবং দাগ কম পড়ে
হার্ড প্লাস্টিক কভার: আঘাত থেকে ভালো সুরক্ষা দেয়, তবে বেশি পড়ে গেলে ফেটে যেতে পারে
লেদার কভার: প্রিমিয়াম লুক ও প্রোটেকশন একসঙ্গে
ওয়াটারপ্রুফ বা শকপ্রুফ কভার: ট্রাভেল বা আউটডোর ব্যবহারে উপযোগী
নতুন ব্যাক কভার কেনার আগে দেখে নিন সেটি ফোনের মডেলের সাথে একদম মিলে কিনা
খুব টাইট বা খুব ঢিলা ব্যাককভার ব্যবহার করবেন না
আরও পড়ুন: স্মার্টফোনে ব্যাক কভার লাগানো ভালো নাকি খারাপ?
ব্যাক কভার নিয়মিত পরিষ্কার করুন সাবান-পানি বা অ্যান্টিসেপ্টিক ওয়াইপ দিয়ে
কখনও কখনও ব্যাককভার খুলে ফোনের পেছনে জমা ধুলা পরিষ্কার করুন
ফোনের ব্যাক কভার শুধুমাত্র স্টাইল নয়, এটি ফোনের সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তাই নিয়মিত ব্যবহার, ক্ষয়প্রাপ্তি ও নানাবিধ পরিস্থিতি অনুযায়ী প্রতি ৪–৬ মাসে একবার ব্যাককভার বদলানোই ভালো। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ফ্যাশনের জন্যও সময়মতো কভার বদল আপনার স্মার্টফোনকে রাখবে নতুনের মতো সুরক্ষিত।
এজেড