images

তথ্য-প্রযুক্তি

আয়রন ডোম কী, কীভাবে কাজ করে ইসরায়েলের এই প্রযুক্তি?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৫ জুন ২০২৫, ০৮:৩৭ এএম

বর্তমান সময়ে যুদ্ধের ধরন বদলে গেছে। শত্রুর মিসাইল ও রকেট হামলা ঠেকাতে উন্নত প্রযুক্তির ওপর নির্ভরতা বেড়েছে। ইসরায়েলের ‘আয়রন ডোম’ (Iron Dome) হলো এমনই এক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর ছোঁড়া স্বল্প পাল্লার রকেট ও মর্টার শেল আকাশেই ধ্বংস করে দেয়। এই প্রযুক্তি ইসরায়েলকে আকাশপথে সুরক্ষা দেয়।

আয়রন ডোম কী?

আয়রন ডোম হলো একটি মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থা Rafael Advanced Defense Systems এবং Israel Aerospace Industries (IAI) যৌথভাবে তৈরি করেছে। এটি মূলত স্বল্প দূরত্বের রকেট, আর্টিলারি শেল ও মর্টার প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে।

কীভাবে কাজ করে আয়রন ডোম?

আয়রন ডোম তিনটি প্রধান অংশে কাজ করে:

১. রাডার সিস্টেম:

রাডার সিস্টেম শত্রুর ছোড়া রকেট বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং তার গতি ও গতিপথ বিশ্লেষণ করে।

iron_dome

২. ব্যাটল ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল (BMC) ইউনিট:

এই ইউনিট রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় যে কোন বস্তুটি আঘাত হানতে পারে, আর কোনটা জনবসতি বা গুরুত্বপূর্ণ স্থানে পড়বে না। শুধুমাত্র হুমকিস্বরূপ বস্তুগুলোর দিকেই পাল্টা হামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

৩. মিসাইল লঞ্চার ইউনিট:

যদি রকেট বা ক্ষেপণাস্ত্র জনবসতির দিকে আসে, তাহলে ট্যামির (Tamir) নামের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যা মাঝ আকাশেই শত্রুর রকেট ধ্বংস করে দেয়।

আয়রন ডোমের বৈশিষ্ট্য

৯০ শতাংশের বেশি সফলতা: যুদ্ধক্ষেত্রে প্রমাণিত, আয়রন ডোম প্রায় ৯০% সফলভাবে শত্রুর রকেট ধ্বংস করে।

স্বল্প পাল্লার সুরক্ষা: এটি ৪ থেকে ৭০ কিলোমিটার দূরত্বে আসা হুমকির বিরুদ্ধে কাজ করে।

দিন-রাত ও সব আবহাওয়ায় কার্যক্ষম।

dome_pic

মোবাইল ইউনিট: সহজেই এক স্থান থেকে আরেক স্থানে সরানো যায়।

আয়রন ডোম ব্যবহারের উদাহরণ

গাজা উপত্যকা থেকে হামাসের ছোঁড়া রকেট প্রতিহত করতে আয়রন ডোম কার্যকরী ভূমিকা রেখেছে। ২০১১ সাল থেকে এটি সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে এবং বহুবার ইসরায়েলি জনবসতি রক্ষা করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: সেনাবাহিনীর হেলমেটে রশি বা নেট কেন থাকে?

আধুনিক যুদ্ধের সময়কালে আকাশপথে প্রতিরক্ষার গুরুত্ব অনেক বেড়েছে। ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তি বিশ্বের অন্যতম সফল ও কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত। 

এজেড