তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ জুন ২০২৫, ০২:৪৭ পিএম
বছরের একটি বড় অংশে ব্যবহার হয় না— বাড়ি বা অফিসের এসি পড়ে থাকে বন্ধ অবস্থায়। কেউ কেউ শীতকালে কয়েক মাস এসি না চালিয়ে রাখেন, আবার কেউ দেশের বাইরে গিয়ে দীর্ঘ সময় ফ্ল্যাট ফাঁকা রাখেন। কিন্তু প্রশ্ন হলো- দীর্ঘদিন এসি না চালালে কি সেটি নষ্ট হয়ে যেতে পারে?
এই প্রতিবেদনে জানানো হলো কেন দীর্ঘদিন এসি বন্ধ রাখা ঝুঁকিপূর্ণ, এবং কীভাবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এসি থাকবে নিরাপদ।
AC-তে থাকা রেফ্রিজারেন্ট গ্যাস (যেমন R-32 বা R-410A) অনেক সময় নিরবেই লিক করতে থাকে। নিয়মিত না চালালে এই লিক ধরাও যায় না। ফলে পরবর্তীতে AC চালালে তা ঠিকভাবে ঠান্ডা করে না।
দীর্ঘ সময় চালু না রাখলে ফ্যান মোটর ও কম্প্রেসর স্থবির হয়ে যেতে পারে। ফলে চালু করলেই অতিরিক্ত শব্দ, কম্পন বা পুরোপুরি চালু না হওয়া সমস্যা দেখা দিতে পারে।
ইনডোর ইউনিটের ফিল্টার, ফ্যান ব্লোয়ার বা কনডেনসর কয়েলে ধুলাবালি জমে গেলে সেটি ঠান্ডা কম করে এবং বিদ্যুৎ বেশি খায়।
আর্দ্র আবহাওয়ায় দীর্ঘদিন এসি বন্ধ থাকলে এর সার্কিট বোর্ডে ফাঙ্গাস বা মরিচা পড়ে যেতে পারে, যা খরচসাপেক্ষ মেরামতের প্রয়োজন হতে পারে।

বন্ধ এসি ইউনিটের ভেতরে ইঁদুর ঢুকে তারের ক্ষতি করতে পারে। বিশেষ করে আউটডোর ইউনিট দীর্ঘ সময় সচল না থাকলে এই ঝুঁকি বেড়ে যায়।
প্রতি ১৫–২০ দিনে ৫–১০ মিনিট করে চালান – এতে যন্ত্রাংশ সচল থাকে।
বাড়ি ফাঁকা থাকলেও কাউকে দিয়ে এসি চালিয়ে রাখার ব্যবস্থা করুন।
সিস্টেম পরিষ্কার করে রাখুন – বিশেষ করে ফিল্টার, ফিন ও ড্রেন পাইপ।
সার্কিট ব্রেকার বন্ধ না রেখে বরং স্ট্যান্ডবাই রাখুন, এতে বোর্ডে ভোল্টেজ ওঠানামা রোধ করা যায়।
আরও পড়ুন: দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকার বিদ্যুৎ বিল আসে?
সিজনাল রক্ষণাবেক্ষণ সার্ভিস নিন – প্রতিবার গ্রীষ্ম শুরুর আগে।
দীর্ঘদিন বন্ধ রাখলে আর্থিক ক্ষতি হতে পারে
এসি হলো একটি সংবেদনশীল ও নিয়মিত ব্যবহারের যন্ত্র। দীর্ঘদিন না চালালে এটি অকেজো হয়ে পড়তে পারে, এমনকি খরচও বাড়াতে পারে কয়েকগুণ।
তাই শীত হোক বা বর্ষা—প্রতি মাসে অন্তত একবার হলেও এসি চালানো এবং রক্ষণাবেক্ষণ করাই বুদ্ধিমানের কাজ।
এজেড