images

তথ্য-প্রযুক্তি

ফোনের ক্যামেরার লেন্স নোংরা থাকলে ভালো ছবি ওঠে না, পরিষ্কার করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০২ জুন ২০২৫, ০২:৩৮ পিএম

এখন স্মার্টফোনই হয়ে উঠেছে সবার হাতে থাকা ক্যামেরা। বিশেষ মুহূর্ত হোক বা প্রাত্যহিক সেলফি— স্মার্টফোন দিয়ে ছবি তোলাই এখন সবচেয়ে জনপ্রিয়। কিন্তু অনেক সময় দেখা যায়, ঝাপসা ভাব, আলো ছড়ানো কিংবা ফোকাস না হওয়া সমস্যা দেখা দিচ্ছে। ব্যবহারকারী ভাবছেন ফোনের ক্যামেরা খারাপ হয়ে গেছে, অথচ সমস্যার মূল কারণটা খুব সাধারণ—লেন্সে ধুলা, আঙুলের ছাপ বা তেলচিটচিটে দাগ।

কেন ঘোলা হয়ে যায় ফোনের ক্যামেরা লেন্স?

ফোন আমরা সব সময় হাতে রাখি পকেটে, ব্যাগে বা বিছানায়। এই ব্যবহারের মধ্যেই ধীরে ধীরে ক্যামেরা লেন্সে জমে যায়:

আঙুলের ছাপ

মুখের ঘাম বা তেল

ধুলাবালি

রান্নাঘরে ব্যবহার করলে তেল-মিশ্রিত আর্দ্রতা

পকেট বা ব্যাগে রাখলে কাপড়ের আঁশ

এসব উপাদান জমে ক্যামেরা লেন্স ঘোলা করে ফেলে, ফলে ছবি তোলার সময় অস্পষ্টতা তৈরি হয়।

আরও পড়ুন: বৃষ্টিতে ফোন ভিজে যাওয়া থেকে যেভাবে রক্ষা করবেন

কীভাবে বুঝবেন লেন্স পরিষ্কার করতে হবে?

ছবির ফোকাস ঠিকমতো হচ্ছে না

ছবিতে কুয়াশার মতো ঝাপসা ভাব

আলো বেশি ছড়িয়ে যাচ্ছে (glare)

ছবির রঙ ফিকে ও অস্পষ্ট

এই লক্ষণগুলো দেখা দিলে প্রথমেই লেন্স পরিষ্কার করুন—সাধারণত এতে সমস্যার সমাধান হয়ে যায়।

ক্যামেরার লেন্স পরিষ্কারের সহজ ও নিরাপদ উপায়

১. মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন

এটি সবচেয়ে নিরাপদ এবং ক্যামেরা লেন্সের জন্য উপযোগী

চশমা পরিষ্কারের কাপড়ও ব্যবহার করা যায়

কাপড় হালকা করে ঘষে পরিষ্কার করুন

lense_pic

২. লেন্স ক্লিনার ব্যবহার করুন (যদি থাকে)

বাজারে লেন্স ক্লিনিং স্প্রে পাওয়া যায়

এক বা দুই ফোঁটা স্প্রে করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছুন

সরাসরি ক্যামেরায় স্প্রে করবেন না

৩. মাউথ-ফগ ব্যবহার করে পরিষ্কার

হালকা শ্বাস ফেলে (fog তৈরি করে) তারপর মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছুন

দ্রুত এবং ক্ষতি না করে পরিষ্কারের জন্য কার্যকর

৪. টিস্যু বা কাপড় ব্যবহার না করাই ভালো

সাধারণ কাপড় বা রুক্ষ টিস্যু লেন্সে স্ক্র্যাচ ফেলতে পারে

এতে ভবিষ্যতে ছবির মান স্থায়ীভাবে খারাপ হয়ে যেতে পারে

কী করবেন না:

নখ দিয়ে ময়লা খোঁটার চেষ্টা করবেন না

পানি বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না

মোবাইল চালু অবস্থায় আক্রমণাত্মকভাবে লেন্সে চাপ প্রয়োগ করবেন না

অতিরিক্ত টিপস:

লেন্স পরিষ্কার করার পর একটি টেস্ট ছবি তুলে দেখুন

নিয়মিত সপ্তাহে অন্তত একবার লেন্স মুছে পরিষ্কার রাখুন

ফোনের ব্যাক কভার ও ক্যামেরা গার্ডও পরিষ্কার রাখুন

প্রয়োজনে ক্যামেরা সেটিংস রিসেট দিন (অনেক সময় সফটওয়্যার ইস্যুও থাকে)

স্মার্টফোনের ভালো ছবি শুধু ক্যামেরার মেগাপিক্সেল বা ব্র্যান্ডের উপর নির্ভর করে না। লেন্স পরিষ্কার ও রক্ষণাবেক্ষণই ভালো ছবির মূল চাবিকাঠি। তাই ফোনে ঝাপসা ছবি আসলে প্রথমেই লেন্স পরিষ্কার করুন— সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই।

এজেড