তথ্যপ্রযুক্তি ডেস্ক
০১ জুন ২০২৫, ১০:০৯ এএম
ঈদ মানেই নতুন জামা, পরিষ্কার ঘর-বাড়ি আর ঝকঝকে পরিবেশ। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, সারাক্ষণ হাতে থাকা স্মার্টফোনটিকেও কি ঈদের আগে একবার ঝকঝকে করা উচিত নয়? শুধু বাহ্যিক পরিষ্কার নয়, ফোনের ভেতরেও জমে থাকে নানা অপ্রয়োজনীয় অ্যাপ, ফাইল আর ক্যাশ — যা ফোনকে করে তোলে ধীরগতির ও অগোছালো। তাই ঈদের আগে নিজের মোবাইল ফোনটাকেও দিন একবার "ঈদ পরিষ্কার"! নিচে দেওয়া হলো কিছু সহজ ও কার্যকর ধাপ।
একটি মাইক্রোফাইবার কাপড় বা নরম কটন কাপড় ব্যবহার করুন।
হালকা পানিতে বা স্ক্রিন ক্লিনারে কাপড় একটু ভিজিয়ে স্ক্রিন ও ফোনের পেছেনে মুছুন।
ইয়ারস্পিকার, চার্জিং পোর্ট ও ক্যামেরা লেন্স সাবধানে পরিষ্কার করুন — প্রয়োজনে কটন বাড বা টুথপিক ব্যবহার করুন।
কোনোভাবেই সরাসরি পানি স্প্রে করবেন না।

পুরনো গেম, ব্যবহার না করা অ্যাপ, অফলাইন নিউজ অ্যাপ যেগুলো আর খোলা হয় না — সব রিমুভ করুন।
“Settings > Apps” এ গিয়ে ব্যবহার না হওয়া অ্যাপ চিহ্নিত করুন।
অ্যাপ আনইনস্টল করে ফোনে জায়গা খালি করুন।
“Screenshots” ফোল্ডার চেক করুন – অনেক অপ্রয়োজনীয় ছবি জমে থাকে।
ডুপ্লিকেট ছবি খুঁজে বের করে ডিলিট করুন।
“Downloads” ফোল্ডারে পুরনো পিডিএফ, মিমস, মিডিয়া ফাইল – যা আর দরকার নেই, তা সরিয়ে দিন।

Settings > Storage > Cached Data বা
Settings > Apps > [Individual App] > Clear Cache ব্যবহার করে পরিষ্কার করুন।
ক্যাশ ক্লিয়ার করলে ফোন দ্রুত চলে এবং অপ্রয়োজনীয় জায়গা দখল হয় না।
ব্যাটারি এবং RAM সাশ্রয়ে সাহায্য করবে।
ফোন গরম হওয়ার প্রবণতা কমবে।
Google Photos, OneDrive বা Dropbox-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও ক্লাউডে ব্যাকআপ নিন।
এতে ফোনে জায়গা খালি হবে এবং স্মৃতি থাকবে নিরাপদ।
আরও পড়ুন: ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর ১০টি সহজ উপায়
ঈদের উৎসব বাড়াতে ফোনে সুন্দর কোনো ইসলামিক ওয়ালপেপার বা ঈদ থিম যুক্ত করতে পারেন।
ফোনটাও পাবে নতুনত্বের ছোঁয়া।
যেমনটা আমরা ঈদের আগে নিজের ঘরবাড়ি পরিপাটি করি, তেমনি নিজের হাতের প্রিয় ফোনটিও একটু গোছানো দরকার। কয়েকটি সহজ ধাপে আপনার স্মার্টফোন হয়ে উঠতে পারে আরও পরিষ্কার, দ্রুতগতি ও প্রফেশনাল। এবার ঈদ হোক ঝকঝকে ফোন আর ঝকঝকে মনের সঙ্গে।
এজেড