তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ মে ২০২৫, ০২:৩২ পিএম
বাজারে স্মার্টফোনের ছড়াছড়ি। একই দামের মধ্যে একাধিক ব্র্যান্ড এবং মডেল থাকায় অনেক সময়ই সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হয়ে পড়েন—কোনটা ভালো ফোন?। আর ভুল বাছাইয়ের কারণে অনেকেই পরে আফসোস করেন। তাই স্মার্টফোন কেনার আগে কিছু বিষয় মাথায় রাখলে ভালো ফোন বেছে নেওয়া সহজ হয়। চলুন জেনে নিই ভালো স্মার্টফোন চেনার ৫টি কার্যকর উপায়।
স্মার্টফোনের গতি এবং পারফরম্যান্স নির্ভর করে এর প্রসেসর ও র্যামের ওপর। অন্তত ৪ জিবি র্যাম এবং Snapdragon, MediaTek Helio বা Dimensity সিরিজের প্রসেসর থাকলে ফোনটি গেম, অ্যাপ ও মাল্টিটাস্কিং-এ ভালো পারফর্ম করবে।
আরও পড়ুন: ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
খুব কম দাম হলে অন্তত ২-৩ জিবি র্যাম থাকা জরুরি।
ভালো স্মার্টফোনে দীর্ঘ সময় চার্জ থাকে।
৫,০০০ mAh বা তার বেশি ব্যাটারি থাকলে সারাদিন ব্যবহার করা যায়।
ফাস্ট চার্জিং সাপোর্ট (১৮W বা বেশি) থাকলে চার্জে সময় কম লাগে।

অনেকে ক্যামেরার মেগাপিক্সেল দেখে ফোন কেনেন, কিন্তু সবসময় বেশি মেগাপিক্সেল মানেই ভালো ছবি নয়।
ক্যামেরার অ্যাপারচার, সেন্সর, নাইট মোড বা AI ফিচার থাকলে তা ছবির মানে বড় প্রভাব ফেলে।
বাস্তব ছবি কেমন আসছে তা ইউটিউব বা রিভিউ দেখে নিশ্চিত হোন।
HD+ বা Full HD+ ডিসপ্লে থাকলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সাধারণ কাজেও চোখ আরাম পায়।
AMOLED ডিসপ্লে থাকলে রঙ বেশি প্রাণবন্ত দেখা যায় (বেশিরভাগ মিড-রেঞ্জ ও প্রিমিয়াম ফোনে)।
পাশাপাশি ফোনের ওজন, গ্রিপ, ও বিল্ড কোয়ালিটিও দেখুন।

ফোনটি কতদিন পর্যন্ত অ্যানড্রয়েড আপডেট ও সিকিউরিটি প্যাচ দেবে, তা দেখে নেওয়া জরুরি।
স্যামসাং, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, ওয়ালটন — এদের অনেক ফোন কম বাজেটে ভালো অপশন দেয়, তবে গ্রাহকসেবা ও আপডেট সুবিধা বিবেচনায় নিতে হবে।
আরও পড়ুন: ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
ভালো স্মার্টফোন মানে শুধু বেশি দাম নয়, বরং প্রয়োজন ও মানের সামঞ্জস্য। উপরের ৫টি বিষয় মাথায় রেখে আপনি সহজেই নিজের জন্য উপযুক্ত ফোনটি বেছে নিতে পারেন।
ফোন কেনার আগে অনলাইনে ইউটিউব রিভিউ, ব্যবহারকারীর মন্তব্য, ও স্পেসিফিকেশন যাচাই করা বুদ্ধিমানের কাজ।
এজেড