তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ মে ২০২৫, ১২:৪০ পিএম
ঈদ মানেই আনন্দ, আর এই উৎসবকে আরও রঙিন করতে অনেকেই ঈদের বোনাস বা সঞ্চয় দিয়ে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন। তবে বাজারে নানা ধরনের ব্র্যান্ড, মডেল আর অফারের ভিড়ে বিভ্রান্ত না হয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিলে আপনার কেনাকাটা হবে আরও সফল ও সাশ্রয়ী। ঈদে স্মার্টফোন কেনার আগে নিচের টিপসগুলো মাথায় রাখলে উপকার পেতে পারেন।
১. প্রয়োজন নির্ধারণ করুন
ফোন কেনার আগে ভাবুন— আপনার আসল প্রয়োজন কী? আপনি কি ভালো ক্যামেরা চান, গেম খেলেন, নাকি অফিসের কাজ করেন? যেমন-
ছবি ও ভিডিওর জন্য > ভালো ক্যামেরা ও স্টোরেজ
গেমের জন্য > উচ্চ র্যাম ও প্রসেসর
অফিস/ক্লাসের কাজে > ভালো ব্যাটারি ও স্ক্রিন

২. বাজেট ঠিক করুন
ঈদের বাজারে ৮ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকার ওপরেও ফোন পাওয়া যায়। তাই আগে থেকে আপনার বাজেট ঠিক করুন। মনে রাখবেন, বেশি দামী ফোন মানেই সবসময় প্রয়োজন মেটাবে—তা নয়।
৩. ফোনের স্পেসিফিকেশন যাচাই করুন
ফোন কেনার সময় নিচের ফিচারগুলো যাচাই করুন-
প্রসেসর: দ্রুত কাজের জন্য মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগনের নতুন চিপসেট ভালো
র্যাম ও স্টোরেজ: অন্তত ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভালো
ব্যাটারি: ৫০০০ এমএএইচ হলে দিনভর চলবে
ক্যামেরা: শুধু মেগাপিক্সেল নয়, সেন্সর ও সফটওয়্যার পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ
ডিসপ্লে: ফুল এইচডি+ এবং আইপিএস বা অ্যামোলেড হলে ভালো অভিজ্ঞতা পাওয়া যায়

ঈদ উপলক্ষে অনেক ব্র্যান্ড ছাড় ও উপহার দিয়ে থাকে। ফোন কেনার আগে জেনে নিন—
ক্যাশব্যাক বা ডিসকাউন্ট আছে কিনা
সঙ্গে ফ্রি গিফট (হেডফোন, ব্যাককভার, ডেটা বান্ডেল) দিচ্ছে কিনা
কোনো ইএমআই বা কিস্তি সুবিধা পাচ্ছেন কিনা
নকল বা রিফার্বিশড ফোন এড়িয়ে চলুন।
ব্র্যান্ডের অফিশিয়াল শোরুম
বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস থেকে ফোন কিনুন।
স্টোরে গেলে ভ্যাট সার্টিফিকেট চেক করুন

ফোনের সাথে কতদিনের ওয়ারেন্টি আছে, কোন সমস্যা হলে কোথায় সার্ভিস পাবেন এবং রিটার্ন পলিসি কী— এই বিষয়গুলো আগে জেনে নেওয়া ভালো।
আরও পড়ুন: এই জুতা পরে রাস্তায় হাঁটলেই চার্জ হবে ফোন!
ঈদে নতুন ফোন কেনা হতে পারে আনন্দের অংশ, তবে না জেনে-বুঝে ফোন কিনলে হতাশাও আসতে পারে। তাই নিজের প্রয়োজন, বাজেট ও বাজার যাচাই করে সিদ্ধান্ত নিন। অফার দেখে প্রলুব্ধ না হয়ে টেকসই ও দরকারি ফোন কিনুন। মনে রাখুন—ফোনটি শুধু ফ্যাশনের অংশ নয়, বরং আপনার দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য সঙ্গী।
এজেড