তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ মে ২০২৫, ১০:২১ এএম
প্রতি মাসে মাত্র ৪২০০ টাকা খরচ করে বাংলাদেশের যেকোনো প্রান্তে বসেই উপভোগ করা যাবে স্টারলিংকের আনলিমিটেড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। আজ থেকেই স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিসটি উপভোগ করা যাবে।
ইলন মাস্কের প্রতিষ্ঠান শুরুতে বাংলাদেশের জন্য দুইটি প্যাকেজ নিয়ে এসেছে। এগুলো হলো স্টারলিংক রেসিডেন্স এবং স্টারলিংক রেসিডেন্স লাইট।
বাংলাদেশে স্টারলিংক রেসিডেনশিয়াল প্যাকেজের মাসিক খরচ ধরা হয়েছে ৬০০০ টাকা এবং রেসিডেনশিয়াল লাইট প্যাকেজের মাসিক খরচ ৪২০০ টাকা। তবে উভয় প্যাকেজের জন্যই গ্রাহকদেরকে ৪৭ হাজার টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে।
আরও পড়ুন: দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু, মিলবে উচ্চগতির ইন্টারনেট সেবা
এই প্যাকেজগুলোতে কোনো প্রকার স্পিড অথবা ডেটা ব্যবহারের সীমা থাকছে না। গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
আজ থেকেই বাংলাদেশের আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সংযোগের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেবা তুলনামূলক ব্যয়বহুল হলেও, দেশে নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়ার একটি বিকল্প তৈরি হলো। এর পাশাপাশি, যেসব অঞ্চলে ফাইবার অপটিক কেবল অথবা দ্রুতগতির ইন্টারনেট সেবা এখনো পৌঁছায়নি, সেসব এলাকায় ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এজেড