তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ এপ্রিল ২০২৫, ১০:২১ এএম
ইন্টারনেটে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। এই ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য বেশ কিছু নিয়ম মানতে বলা হয়েছে।
চলতি বছর এপ্রিল মাসে ভারত সরকারের পক্ষে ক্রোম ব্যবহারকারীদের জন্য এক বড়সড় সতর্কতা জারি করা হল। দেশটিনর মিনিস্ট্রি অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আওতায় থাকা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অথবা সিইআরটি-ইন গত ৪ এপ্রিল উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্সের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে গুগল ক্রোম ব্যবহারকারীদের উদ্দেশ্যে উচ্চস্তরের অ্যালার্ট জারি করেছে।
ব্যবহারকারীদের জন্য ক্রোম রিস্কের অর্থটা ঠিক কী?
সংস্থার পক্ষে বলা হয়েছে যে, গুগল ক্রোমে ক্ষতিগ্রস্ত ভার্সনগুলোতে মাল্টিপল ভালনারেবিলিটি থাকে। যা কাজে লাগাতে পারে আক্রমণকারীরা। আর আক্রমণকারীরা সম্ভবত দূরে কোথাও বসে টার্গেটেড সিস্টেমে নিজেদের পছন্দসই কোড একজিকিউট করতে পারে।
সিইআরটি-ইন নিজেদের থ্রেট রিপোর্টে কী কী বিষয়ে কথা বলেছে? কাস্টমস ট্যাব, এক্সটেনশন্স, নেভিগেশন্স, অটোফিল এবং ডাউনলোডসের অনুপযুক্ত বাস্তবায়নের জেরে গুগল ক্রোমে একাধিক ঝুঁকি তৈরি হয়। আর এই ঝুঁকিগুলোকে কাজে লাগাতে পারে দূরে বসে থাকা একজন আক্রমণকারী।
কোন কোন ক্রোম ভার্সন ঝুঁকির মুখে রয়েছে?
উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সে এই ধরনের ভার্সন চললে ক্রোম ব্যবহারকারীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করতে হবে।
১. Linux-এর ক্ষেত্রে 135.0.7049.52-এর আগের Google Chrome-এর ভার্সন।
২. Window এবং Mac-এর ক্ষেত্রে 135.0.7049.41/42-এর আগের Google Chrome-এর ভার্সন।

ক্রোম ভার্সন নিরাপদে রাখার উপায় কী
এই সমস্ত বিপদ থেকে নিজেদের ব্রাউজারকে নিরাপদ রাখতে একটাই মাত্র উপায় রয়েছে। আর সেটা হল গুগল ক্রোম ব্রাউজার আপডেট করা। এই পদক্ষেপের মাধ্যমে ঝুঁকিগুলোর মোকাবিলা করা হবে। যে কোনও উদ্বেগের কারণকে দূর করতে হবে।
গুগল ক্রোম কীভাবে আপডেট করতে হবে?
১. উপরের বাম দিকের কোণে থাকা থ্রি-ডট মেন্যু অ্যাক্সেস করতে হবে।
২. এবার ‘Help’-এর উপর ক্লিক করতে হবে।
৩. এরপর About Google Chrome ক্লিক করতে হবে। ৪. আপডেট অটো-চেক করবে Chrome আর নিজেদের ভার্সন ইনস্টল করে দেবে। একবার এই আপডেট ইনস্টল হয়ে গেলে Chrome রিলঞ্চ হবে। আর একটি মেসেজ স্ক্রিনে ভেসে উঠবে। সেটি হল - Google Chrome is up to date।
চলতি মাসের গোড়ার দিকে নিরাপত্তা সংস্থা এই একই রকম সতর্কতা জারি করেছিল আইফোন, ম্যাক এবং আইপ্যাড ব্যবহারকারীদের জন্য। সম্ভাব্য হ্যাকিংয়ের বিপদ সম্পর্কে তাঁদের সতর্ক এবং সচেতন করেছিল। আর এই সমস্ত কারণের জেরে Apple নিজেদের অপারেটিং সিস্টেমে একটা প্যাচ জারি করেছিল।
এজেড