images

তথ্য-প্রযুক্তি

এসির বিল কমানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১০ এপ্রিল ২০২৫, ০৯:০৪ এএম

গরমের প্রকোপ শুরু হয়েছে। গরমে প্রশান্তি পেতে অনেকেই বাসা-বাড়িতে এসি লাগান। কিন্তু এসি চালালে অত্যাধিক বিদ্যুৎ বিল আসে। তাহলে উপায়? উপায় আছে। মানতে হবে বেশ কিছু নিয়ম। জানুন কীভাবে এসির বিল কমাবেন।

গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরূপ প্রভাব হিসেবে গ্রীষ্মকাল প্রায় প্রতি বছরই আগের বছরের চেয়ে গরম হয়ে উঠছে। এই গ্রীষ্মে গরমকে পরাস্ত করার একটি উপায় হল এয়ার কন্ডিশনার বা এসি। 

আরও পড়ুন: এসির কম্প্রেসরের গ্যাস শেষ হয়েছে কিনা যেভাবে বুঝবেন

এই সময় একটি ইনভার্টার স্মার্ট এসি-তে টাকা বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ৷ এটি শুধুমাত্র শরীর শীতল রাখতে সাহায্য করে না বরং দীর্ঘমেয়াদি শক্তি এবং অর্থ সাশ্রয় করে।

বাজারে বিকল্পের আধিক্য বিবেচনা করে, নিজের বাড়ির জন্য সবচেয়ে উপযুক্ত এসি বাছাই করা বিভ্রান্তিকর হতে পারে। কেউ যদি একটি স্মার্ট এসি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে বাড়ি বা অফিসকে ঠান্ডা রাখার জন্য একটি সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য এখানে কয়েকটি নির্দেশিকা রইল।

inner-ac

ইনভার্টার এসি কিনুন

২০২৫ সালে ইনভার্টার প্রযুক্তিসহ বিভিন্ন এসি পাওয়া যাচ্ছে। যেকোনও পরিস্থিতিতে, একটি ইনভার্টার এসি একটি সাধারণ এসিকে ছাড়িয়ে যাবে ঘর শীতল রাখা ও কম পাওয়ার খরচের ক্ষেত্রে। 

বেশিরভাগ স্মার্ট এসিও ইনভার্টার প্রযুক্তির সঙ্গে আসে। অতএব, কেউ যদি ইলেকট্রিক বিল কমানোরও সমাধান খুঁজছেন, তাহলে সর্বশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

এজেড