images

তথ্য-প্রযুক্তি

ভিভোর এই ফোন দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩১ মার্চ ২০২৫, ১০:১২ এএম

images

অনেকেই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে ভালোবাসেন। তাদের জন্য নতুন ফোন আনল ভিভো। মডেল ভিভো এফ২৯। তরুণদের জন্য বিশেষভাবে নির্মিত এই ফোনে এআই ফিচার দেওয়া হয়েছে। রয়েছে শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরা। 

স্মার্টফোনকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী বানানো একটি কঠিন ও চ্যালেঞ্জিং কাজ,অপেডা এখন পানি ও ধুলা রেজিস্ট্যান্স প্রদানকারী সবচেয়ে ভরসাযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজের জায়গা তৈরি করেছে। 

আরও পড়ুন: ফোনে চার্জ দেওয়ার আগে এই তিনটি কাজ অবশ্যই করুন

অফো এফ২৯ মডেলে রয়েছে ইন্ডাস্ট্রির সেরা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, যা এসেছে অফো এফ সিরিজ থেকে এবং এই ব্র্যান্ড নিজের এই আইপি ৬৬, ৬৮ এবং ৬৯ ফুল-লেভেল ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন বজায় রেখে চলেছে।

oppo2

আইপি ৬৬ এই ফোনকে বানিয়েছে সম্পূর্ণ ডাস্ট-টাইট, আইপি ৬৮ এই ফোনকে পানির হাত থেকে বাঁচায়, ১.৫ মিটার গভীর পর্যন্ত ৩০ মিনিট অবধি ডুবে থাকার ক্ষেত্রে, এবং আইপি ৬৯ এর অর্থ হল এই ফোন এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ওয়াটার জেটের হাই-প্রেসার এবং হাই-টেম্পারেচার সহ্য করতে পারে ( ৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত)। এই সমস্ত সার্টিফিকেশন একত্রে থাকার অর্থ হল, নতুন অপো এফ ২৯ ফোনটি ভুল করে ওয়াশিং মেশিন বা ডিশওয়াশারে পড়ে গেলেও কোনও সমস্যা হবে না।

সত্যি কথা হল, অধিকাংশ স্মার্টফোনের গায়ে পানি ছিটকে লাগলে কোনও সমস্যা হয় না। কিন্তু চিনি-মেশানো কফি, কাদা পানি, ডিটারজেন্ট-গোলা পানি, বা বাড়িতে পার্টি চলাকালীন ফোন আচমকা বিয়ারে পড়ে গেলে কী হবে? এই জন্য, নতুন অপো এফ২৯ শুধু পানির হাত থেকে সুরক্ষা দেয় না- বরং এটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ১৮ রকমের লিকুইডের হাত থেকে সুরক্ষা দিতে পারে।

কিন্তু  অপো শুধুমাত্র ওয়াটারপ্রুফিংয়েই থেমে থাকেনি, বা এই ক্ষেত্রে, লিকুইড প্রুফিং।

এর ড্যামেজ-প্রুফ  ৩৬০ ডিগ্রি আর্মার বডি হল অপোর সবচেয়ে সহিষ্ণু ও ইম্প্যাক্ট-রেজিস্ট্যান্ট ফ্রেম। এটি শুধুমাত্র একটি মার্কেটিং টার্ম নয় – এটি হল বিভিন্ন মেটিরিয়ালের কম্বিনেশন ও উদ্ভাবনী ইঞ্জিনিয়ারিং, যা এই ডিভাইসকে ভেতর-বাইরের সব রকম ক্ষতির হাত থেকে রক্ষা করে।

এজেড