তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ০২:২৫ পিএম
গরমকাল এলেই সারাদিন বাড়িতে বৈদ্যুতিক পাখা চলে। মাসের পর মাস ২৪ ঘণ্টা ধরে এভাবে সিলিং ফ্যান চলতে থাকা নিরাপদ? জ্বলে যেতে পারে ঘরবাড়ি। কীভাবে চালালে নিরাপদ থাকবেন, বাঁচবে বিদ্যুতের বিলও। জেনে নিন সঠিক নিয়ম।
এ প্রতিবেদনে জানানো হলো- সিলিং ফ্যান কতক্ষণ একটানা চালানো নিরাপদ, দীর্ঘ সময় চালানোর ফলে কী কী সমস্যা হতে পারে এবং কীভাবে সঠিকভাবে ফ্যান ব্যবহার করলে তা দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে।
সাধারণত, সিলিং ফ্যান বা ছাদ পাখা দীর্ঘ সময় ধরে চালানো হলেও তাতে কোনো সমস্যা হয় না। তবে, ফ্যানের মোটর অতিরিক্ত গরম হয়ে গেলে তা ক্ষতির কারণ হতে পারে।
প্রথমত, মোটরের উপর অতিরিক্ত চাপ পড়ে। ফ্যানের মোটর দীর্ঘক্ষণ চলতে থাকলে তা গরম হয়ে যায়। এতে মোটরের কর্মক্ষমতা কমে যেতে পারে এবং সময়ের আগে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
আরও পড়ুন: এসির আয়ু ফুরিয়ে গেছে কিনা যেভাবে বুঝবেন
দ্বিতীয়ত, বিদ্যুৎ খরচ বেড়ে যায়। ফ্যান টানা চালালে বিদ্যুৎ খরচও বাড়ে। অপ্রয়োজনে চালিয়ে রাখলে অতিরিক্ত বিল গুনতে হতে পারে।
তৃতীয়ত, সেফটির দিক থেকে এটি বিপজ্জনক হতে পারে। দীর্ঘ সময় ধরে গরম হয়ে গেলে ফ্যানের কয়েল বা তার গলে যেতে পারে, যা শর্ট সার্কিটের কারণ হতে পারে। অনেক পুরোনো ফ্যান থাকলে সেটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে বা আগুন লাগার ঝুঁকি বাড়তে পারে।
তাই, ফ্যানের দীর্ঘায়ু এবং সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বিরতিতে ফ্যান বন্ধ করা উচিত। বিশেষজ্ঞদের মতে, ফ্যানের ধারাবাহিক কার্যকারিতা বজায় রাখতে প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা পর কিছুক্ষণ ফ্যান বন্ধ রাখা ভাল। এতে ফ্যানের মোটর ঠান্ডা হওয়ার সুযোগ পায় এবং ফ্যানের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
তাই, ফ্যানের দীর্ঘায়ু এবং সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বিরতিতে ফ্যান বন্ধ করা উচিত। বিশেষজ্ঞদের মতে, ফ্যানের ধারাবাহিক কার্যকারিতা বজায় রাখতে প্রতি
মোটরের তাপমাত্রা পর্যবেক্ষণ করা দরকার। পুরোনো বা নষ্ট হয়ে যাওয়া ফ্যান দ্রুত বদলে ফেলা ভালো। স্মার্ট টাইমার ব্যবহার করা যেতে পারে, যা নির্দিষ্ট সময় পর ফ্যান বন্ধ করে দেবে। এটি অনুসরণ করলে ফ্যান দীর্ঘদিন ভাল থাকবে এবং বিদ্যুৎ অপচয়ও কম হবে।
এজেড