images

তথ্য-প্রযুক্তি

এসি বিস্ফোরণ এড়াতে করণীয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ০৩:১৬ পিএম

images

গরমকালে এসির ব্যবহার বাড়ে। এই সময়ে এসি বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে। দেখা যায়, বিভিন্ন জায়গায় এসি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মানুষের প্রাণহানীও ঘটে। 

এখন প্রশ্ন হচ্ছে কেন আগুন লেগে যায় এসি-তে। এই ধরনের বিপর্যয় যাতে আপনার সঙ্গে না ঘটে সে জন্য এসি সম্পর্কিত কিছু সতর্কতা অবলম্বন জরুরি।

ac

এয়ার কন্ডিশনার ব্লাস্টের ঘটনা একাধিক কারণে ঘটতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মেকানিক্যাল ফেলিওর বা ইলেক্ট্রিক্যাল ফেলিওরের কারণেও এসি ব্লাস্ট হয়। এর পাশাপাশি একাধিক ফ্যাক্টর রয়েছ এই ঘটনার। কারণ যাই হোক, বাড়িতে এসি থাকলে এবং তা নিয়মিত চালালে। এসি-র যত্ন নিতে হবে। এর জন্য এসি সম্পর্কিত কিছু কাজ করতে হবে। তাহলেও এ রকম বিপদ ঘটনার আশঙ্কা অনেকটাই কমে যাবে।

এয়ার কন্ডিশনারের এয়ার ফিল্টার নিয়মিত পরিবর্তন করুন। নোংরা হয়ে যাওয়া এয়ার ফিল্টার এয়ার ফ্লোতে বাধার সৃষ্টি করে। তাই তা নিয়ম করে পরিষ্কার করা উচিত।

ac2

এর পাশাপাশি এসি-র আউটডোর ইউনিটও নির্দিষ্ট দিন অন্তর পরিষ্কার করা উচিত। যাতে ময়লা না জমতে পারে। এসি-র আশপাশে কিছু রাখবেন না।
এসি-র এয়ারফ্লো যাতে বাধাহীন ভাবে হতে পারে, সেদিকে নজর রাখা উচিত।

আরও পড়ুন: এসির আয়ু ফুরিয়ে গেছে কিনা যেভাবে বুঝবেন

এসির প্ল্যাগের সঙ্গে কখনও এক্সটেনশন কর্ড ব্যবহার করবেন না। এয়ার কন্ডিশনারে লোড থাকে অনেক বেশি। এক্সটেনশন কর্ড সব সময় এই লোড বহনে সক্ষম হয় না।

এর পাশাপাশি বছরে অন্তত দুবার এসি সার্ভিসিং করিয়ে নিতে পারেন। টেকশিয়ানের হাতে আপনার এসি কোনও সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে।

এজেড