images

তথ্য-প্রযুক্তি

ওয়াকিটকির মতো কাজ করবে এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ মার্চ ২০২৫, ০৬:০৮ পিএম

images

ওয়ানপ্লাস নতুন ফোন বাজারে আনল। যার মডেল ওয়ানপ্লাস ১৩। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি ওয়াকিটকির মতো কাজ করবে। হ্যান্ডসেটটিতে ই-সিমের সুবিধাও আছে। গুগল বা অ্যাপলের স্মার্টফোনে সাধারণত ফিজিক্যাল সিম স্লটের পাশাপাশি ই-সিম থাকে। ওয়ানপ্লাসের নতুন ফোনে দুইটি ফিজিক্যাল ন্যানো সিম স্লটের পাশাপাশি ই-সিম সাপোর্ট দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস ১৩ নিছক একটা স্মার্টফোন নয়। এ যেন হাতের মুঠোয় প্রযুক্তির স্পন্দন। এতে রয়েছে কোয়ালকম ৮ এলিট প্রসেসর সঙ্গে হ্যাসলব্লাড টিউনড ক্যামেরা। এই দুইটি ফিচারই এই মডেলের সবচেয়ে বড় শক্তি। তবে আরও কিছু চমকপ্রদ ফিচার রয়েছে। যার কারণে এই মুহূর্তে ওয়ানপ্লাস ১৩ হয়ে উঠেছে ইউজারদের প্রথম পছন্দ।

ওয়ানপ্লাস প্রথম স্মার্টফোন যাতে ইসিম ব্যবহারের সুবিধা পান ইউজাররা। গুগল বা অ্যাপলের স্মার্টফোনে সাধারণত ফিজিক্যাল সিম স্লটের পাশাপাশি ইসিম থাকে। ওয়ানপ্লাস ১৩তে দুইটি ফিজিক্যাল ন্যানো সিম স্লটের পাশাপাশি ইসিম সাপোর্ট দেওয়া হয়েছে। তবে ইসিম অ্যাকটিভ করলে দ্বিতীয় ফিজিক্যাল সিম স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। সোজা কথায়, এই মডেলে একসঙ্গে সর্বাধিক দুইটি সিমই ব্যবহার করতে পারবেন ইউজাররা। তবে অনেকের কাছে, সেটাই যথেষ্ট।

স্যুইচ অফ থাকলেও ওয়ানপ্লাস ১৩কে ট্র্যাক করা যাবে। আইফোনে এই ফিচার অনেক আগে থেকেই ছিল, এবার অ্যানড্রয়েড-এও চলে এল। গুগলের ফাইন্ড মাই নেটওয়ার্কে এই ফোন স্যুইচ অফ থাকলেও ট্র্যাক করতে পারবেন ইউজাররা।

ওয়াকিটকি হিসেবেও ব্যবহার করা যাবে। ওয়ানপ্লাস ১৩ বিকনলিংক নামে একটি স্পেশাল ফিচার রয়েছে। এর মাধ্যমে এই ফোনটিকে ওয়াকিটকি হিসেবে ব্যবহার করতে পারবেন ইউজাররা। ইন্টারনেট ছাড়া অন্য ওয়ানপ্লাস ও অপোর স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে কল বা মেসেজ পাঠানো যাবে। যদিও নির্দিষ্ট সীমার মধ্যেই কাজ করবে। তবে ট্রেকিংয়ের সময় বা যেখানে নেটওয়ার্ক দুর্বল, সেখানে দারুণ কাজে আসবে।

এতে দেওয়া হয়েছে অ্যাকুয়া টাচ ২.০ ফিচার। ফোন পানিতে পড়ে গেলেও কিছু হবে না। একদম আগের মতোই কাজ করবে। পাশাপাশি এতে গ্লাভস মোড-ও রয়েছে। শীতকালে বা বরফের এলাকায় গ্লাভস থেকে হাত বের করার দরকার নেই। সোজা কথায়, যে কোনও পরিস্থিতিতেই ডিসপ্লে সচল থাকবে।

এজেড