অটোমোবাইল ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ০৩:৪৬ পিএম
হিরো মোটোকর্প তাদের বহু প্রতীক্ষিত অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হিরো এক্সপালস ৪২১ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছে। সম্প্রতি এক রিপোর্ট মারফত জানা গিয়েছে, এটি ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই বাজারে আসতে পারে। ২০২৫ সালের ইআইসিএমএ মোটরসাইকেল শো-তে প্রোডাকশন মডেলটি প্রথমবারের মতো উন্মোচিত হবে বলে জানা গিয়েছে।
এই বাইকটি রয়েল এনফিল্ড হিমালয়ান ৪৫০, কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এবং টিভিএস অ্যাপাচি আরটিএক্স-এর সাঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। হিরো মোটোকর্প ইতিমধ্যেই ২০২৪ সালের ইআইসিএমএ শোতে এই বাইকের সিলুয়েট ছবি প্রকাশ করেছিল। যা মোটরসাইকেলের সম্ভাব্য ডিজাইন সম্পর্কে বেশ কিছুটা ইঙ্গিত দিয়েছিল।
হিরো এক্সপালস সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে একটি ৪২১ সিসির লিকুইড-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৩৫-৪০ বিএইচপি পর্যন্ত শক্তি উৎপন্ন করতে সক্ষম হতে পারে। বাইকের লো-এন্ড এবং মিড-রেঞ্জ টর্ক উন্নত করার দিকেও বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে, যা অ্যাডভেঞ্চার বাইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নতুন এক্সপালস ৪২১ মডেলে ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে যা বাইকটির স্ট্রাকচারাল রিজিডিটি ও স্টেবিলিটি উন্নত করবে। হিরো তাদের সিআইটি এবং ভারতের উত্তরাঞ্চলে বাইকটির টেস্টিং চালিয়ে যাচ্ছে, যা প্রমাণ করে যে এটি এখন প্রায় প্রোডাকশন-রেডি পর্যায়ে রয়েছে।
এই বাইকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ২১ ইঞ্চির সামনের চাকা, যা এটিকে আরও স্থিতিশীল করে তুলবে। যদিও এতে টিউব-টাইপ টায়ার ব্যবহার করা হতে পারে, যা কিছু রাইডারের জন্য সামান্য অসুবিধার কারণ হতে পারে।
হিরো মোটোকর্প এর আগে এক্সপালস ২০০ নিয়ে ভালো প্রতিক্রিয়া পেয়েছিল, তবে তারা মনে করে যে বাইকটির বিক্রির সংখ্যা আরও বেশি হতে পারত। সাধারণত, হিরো প্রতি মাসে লক্ষাধিক এন্ট্রি-লেভেল বাইক বিক্রি করে, তবে প্রিমিয়াম এবং অ্যাডভেঞ্চার বাইকের ক্ষেত্রে একই কৌশল প্রয়োগ করা সম্ভব নয়।
এজেড