images

তথ্য-প্রযুক্তি

স্বচ্ছ ফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং নতুন ফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম

images

দুনিয়ার প্রথম স্বচ্ছ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং তাদের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আনল। যার মডেল নাথিং থ্রিএ। এই সিরিজে থ্রিএ প্রো মডেলও পাওয়া যাবে।
 
নাথিংয়ের নতুন ফোন থ্রিএ এবং থ্রিএ প্রো মডেলে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ চিপসেট। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং ৩০০০ নিটস পিক ব্রাইটনেস পাওয় যাবে। 

নাথিংয়ের দুইটি মডেলেই আপগ্রেডেড গ্লাস ব্যাক, আইপি ৬৪ রেটিং এবং এসেনশিয়াল স্পেস ইউআই দেওয়া হয়েছে। 

প্রো মডেলে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্সসহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর থ্রিএ মডেলে রয়েছে ডুয়াল ক্যামেরা।

nothing-pic

দুইটি মডেলেই ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। রয়েছে নাথিং ওএস ৩.১ তিন বছরের অ্যানড্রয়েড আপডেট পাবেন ইউজাররা। এমনই প্রতিশ্রুতি দিচ্ছে কোম্পানি।

ফোন লঞ্চ অনুষ্ঠানে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডকে কিছুটা কটাক্ষই করেন নাথিং-এর সহ প্রতিষ্ঠাতা আকিস এভানজেলিডিস। তিনি বলেন, স্মার্টফোন ইন্ডাস্ট্রি একঘেয়ে হয়ে গিয়েছিল। নাথিং বাজারে এসে পরিস্থিতি বদলে দেয়। ফোন নির্মাতারা এখন বুঝতে পারছেন আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে কীভাবে ব্যবহার করা উচিত।

এজেড