images

তথ্য-প্রযুক্তি

এসি কত দিন টেকে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ১১:১৭ এএম

images

গরমকাল প্রায় চলে এসেছে। মার্চের বসন্তেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি। এসি ছাড়া আজকাল যেন কোনও ভাবেই টিকে থাকা সম্ভব না। কিন্তু আপনি কি জানেন একটি এসি কত বছর ঠিক ভাবে চলে? 

উইন্ডো বা স্প্লিট এসি ইউনিটে আগুন লেগে যাওয়া বা বিস্ফোরণ হওয়া, এরকম অনেক ঘটনা প্রকাশ্যে আসে মাঝেমধ্যে।

আরও পড়ুন: এসির এই ‘গোপন’ সুইচ চাপলে বিদ্যুৎ বিল আসবে অর্ধেক

ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বাড়ি বা অফিসে এসি বসানো জরুরি হয়ে পড়েছে। গরম থেকে স্বস্তি পেতে মানুষ নতুন এসি কিনছেন অথবা পুরনো এসি সার্ভিসিং করাচ্ছেন।

বেশিরভাগ এসির ঘটনা অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ বা শর্ট সার্কিটের কারণে ঘটে। পুরনো এসি ইউনিট ব্যবহার করা খুব বিপজ্জনক হতে পারে। উইন্ডো এবং স্প্লিট এসি কতদিন ব্যবহার করা উচিত?

ac

বেশিরভাগ এসি ব্র্যান্ড ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দেয়। এর মানে হল আপনি আপনার এসি ইউনিটটি ১০ বছরের জন্য নির্ভয়ে ব্যবহার করতে পারেন। তবে গ্যাস লিকেজ এবং ময়লা জমে যাওয়ার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।

সাধারণত রক্ষণাবেক্ষণ এবং ইউনিটের অবস্থার উপর নির্ভর করে আপনি কতদিন একটা এসি ব্যবহার করতে পারেন।

ac-inner

এসির আয়ুষ্কাল কতদিন?

৮-১০ বছরের জন্য একটি উইন্ডো এসি এবং ১০-১৫ বছরের জন্য একটি স্প্লিট এসি ব্যবহার করতে পারেন।

স্প্লিট এসি ইউনিটগুলো ক্রমাগত ব্যবহার করা হলে এটি কম্প্রেসারের উপর প্রচুর চাপ ফেলে। ফলে অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এর কারণেই আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে।

এজেড