তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
চলতি মার্চ মাসে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হবে। ২৯ শে মার্চ এই গ্রহণ দেখা যাবে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত।
২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২১ সেপ্টেম্বরে। দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে, পেসিফিক, আন্টার্টিকার আকাশে, এছাড়াও তা দেখা যাবে অস্ট্রেলিয়া ও আন্টার্টিকার আকাশে।

এই বছর চৈত্র অমাবস্যায় বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এক মাসে দুটি গ্রহণ হবে। মার্চ মাসের ১৪ তারিখে একটি চন্দ্রগ্রহণ এবং ২৯ তারিখে একটি সূর্যগ্রহণ হবে।
আরও পড়ুন: সূর্যগ্রহণের সময় যে ভুল করেন অনেকেই
২৯ মার্চ সূর্য গ্রহণটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হবে। গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত হবে।
এজেড