images

তথ্য-প্রযুক্তি

শাওমি ফোনে ঈদ অফার ২০২৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৩ মার্চ ২০২৫, ০২:২০ পিএম

images

গ্লোবাল টেক লিড শাওমি বাংলাদেশের গ্রাহকদের জন্য ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের মোড়কে নিয়ে এলো বিশাল মূল্যছাড়। নির্দিষ্ট স্টোর থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনলেই গ্রাহকরা শাওমি ব্র্যান্ডের মোট ৫টি গ্যাজেটের ওপর পেয়ে যাবেন সর্বোচ্চ ৪৫% পর্যন্ত ডিসকাউন্ট। ২ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। 

আকর্ষণীয় এই ক্যাম্পেইনে ডিসকাউন্ট পণ্যের আওতায় রয়েছে হাই কোয়ালিটির অত্যাধুনিক ইয়ার বাডস ও স্মার্ট ওয়াচ। ইয়ারবাডসের মধ্যে রেডমি বাডস ৫এ, রেডমি বাডস ৫সি এবং পোকো পডস-এই তিনটি মডেলের ওপর ডিসকাউন্ট প্রযোজ্য হবে। পাশাপাশি স্মার্ট ওয়াচের মধ্যে রয়েছে রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও রেডমি ওয়াচ ৫ লাইট এই দুইটি মডেল। 

আরও পড়ুন: স্মার্টফোন ব্যবহারে অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছে মানুষ: গবেষণা

রেডমি বাডস ৫এ পাওয়া যাবে ১৪৯৯ টাকায়, যার সর্বোচ্চ মূল্য ছিলো ২৭৯৯ টাকা। রেডমি বাডস ৫সি পাওয়া যাবে ১৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৩৪৯৯ টাকা। পোকো পডস  পাওয়া যাবে ১১৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ১৯৯৯ টাকা। এছাড়াও রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ পাওয়া যাবে ২৯৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৪৪৯৯ টাকা এবং রেডমি ৫ লাইট পাওয়া যাবে ৪৪৯৯ টাকায়, যার পূর্ব মূল্য ছিলো ৬৪৯৯ টাকা। 

অফারটি পেতে হলে গ্রাহককে শাওমির যেকোনো অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জিঅ্যান্ডজি) যেকোনো আউটলেট থেকে শাওমি রেডমি নোট ১৪ সিরিজের যেকোনো ফোন কিংবা রেডমি ১৩ (৮+১২৮ জিবি) ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে হবে। 

স্টক থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহক উল্লেখিত মডেলের একটি ফোনের জন্য উল্লেখিত গ্যাজেটের যেকোনো একটি পণ্য ছাড়ে কেনার সুযোগ পাবেন। 

এজেড