images

তথ্য-প্রযুক্তি

স্যামসাং কম দামে হালকা-পাতলা ফোন আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ এএম

images

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে হালকা-পাতলা ফোন আনল। যার মডেল গ্যালাক্সি এফ০৬ ৫জি। এই ফোনটি কেনা যাবে ৪ ও ৬ জিবি র‌ামের। স্টোরেজ ১২৮ জিবি। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ৯ হাজার ৫০০ রুপি থেকে। 

স্যামসাংয়ের নতুন এই ফোনে ১২টি ৫জি ব্যান্ড সাপোর্ট করে। মানে সব টেলিকম অপারেটরদের সঙ্গেই কাজ করবে। ফোনটি দিয়ে অনায়াসে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। 

‘রিপল গ্লো’ ফিনিশসহ ৬.৭ ইঞ্চির বড় এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে গ্যালাক্সি এফ০৬ ৫জি মডেলে। এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস ৮০০ নিটস। দেখতেও স্লিম। মাত্র ৮ মিমি পাতলা। ওজন ১৯১ গ্রাম। আপাতত দুটি রঙে পাওয়া যাচ্ছে, বাহামা ব্লু এবং লিট ভায়োলেট।

sam

ক্যামেরার ডিজাইন একেবারে নতুন। ৫০ মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। ছবি হবে স্পষ্ট ও উজ্জ্বল। ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। উন্নতমানের ছবি তোলার অভিজ্ঞতা পাবেন ইউজাররা। সঙ্গে নিখুঁত সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে ফোনে কতবার চার্জ দেওয়া উচিত?

ফোনটিতে দেওয়া হয়েছে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন টেকনোলজি। ডাউনলোড এবং আপলোড স্পিড অনেক বেশি মিলবে। সঙ্গে হাই স্পিড ইন্টারনেট পাবেন গ্রাহকরা। লাইভ স্ট্রিমিং করতে বেগ পেতে হবে না। ভিডিও কলিংও অনেক উন্নত হবে। 

এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬৩০০ প্রসেসর দেওয়া হয়েছে। ব্যাকআপের জন্য আছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। এই ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জার। ফলে দীর্ঘ সময় চার্জ থাকবে। ব্যাটারি নিয়ে চিন্তা করতে হবে না। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে স্যামসাং নক্স ভল্ট। আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও।

এজেড