images

তথ্য-প্রযুক্তি

ফোনের স্টোরেজ খালি করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ জানুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম

ফোনের স্টোরেজ ফুল হলে বেকায়দায় পড়তে হয়। বিশেষ করে ক্যামেরায় ছবি তোলা যায় না। কোনো ডকুমেন্টস ডাউনলোড করতে গেলে স্টোরেজ ফুল ওয়ার্নিং দেখায়। এছাড়াও ঘন ঘন হ্যাং হওয়াও স্টোরেজ ফুল হওয়ার লক্ষণ। 

কল করা এবং ইন্টারনেট ব্যবহার করা ছাড়াও, এখন বেশিরভাগ জনেই স্মার্টফোনে তাদের গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ করে রাখতে ব‍্যবহার করেন। ফোনে সারাদিন ঢুকতে থাকে গাদা গাদা ছবি, ভিডিও। তাই স্মার্টফোনে স্টোরেজ থাকা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। 

fix

তবে প্রত‍্যেক স্মার্টফোন ব‍্যবহারকারীকেই একটি সমস‍্যার প্রায়ই মুখোমুখি হতে হয়। আজকাল এত বেশি অ্যাপ ব্যবহার করা হয় যে বরাদ্দ স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়। স্টোরেজ পূর্ণ হয়ে গেলে, ফোন ধীর গতিতে চলতে থাকে এবং এমনকি কখনও কখনও ক্র্যাশও হতে পারে। হ‍্যাং হয়ে যেতে পারে

ফোনের মেমোরি ফুল হয়ে গেলে একাধিক সমস‍্যা দেখা দেয়। কিন্তু কীভাবে খালি করা যায় ফোনের স্টোরেজ। বেশিরভাগ সকলেরই ধারণা ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে একমাত্র উপায় ফোন থেকে ডিলিট করা। 

তবে খুব সহজ কয়েকটি উপায় জেনে নিলেই ফোনের স্টোরেজ নিয়ে চিন্তা থাকবে না। মোটেই সহজে ভরবে মেমোরি। ফলে ফোন চলবে দ্রুত। 

full

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সবারই গুগল অ্যাকাউন্ট রয়েছে। গুগল অ্যাকাউন্টে বিনামূল্যে ১৫ জিবি পর্যন্ত ডেটা সেভ করতে পারে। ফোনে কিছু স্টোরেজ করার জন্য গুগল অ্যাকাউন্ট কাজে লাগান। 

এছাড়া গুগল ফটোস, ওয়ানড্রাইভ বা অন্যান্য ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলিতে ফটো এবং ভিডিও আপলোড করতে পারেন। এতে ফোনের স্টোরেজ অনেকটাই কমে যাবে।

আরও পড়ুন: জিরো ওয়াটের বাল্ব সারা রাত জ্বালালে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

ফোনের মেমোরি অকারণে অনেকখানি বাড়িয়ে দেয় কুকিজ। ফোনে অনেক অ্যাপ ক্যাসে এবং কুকিজ সঞ্চয় করে। এই ফাইলগুলো সময়ের সঙ্গে সঙ্গে জমা হয় এবং ফোনের মেমরি পূরণ করতে পারে। 

ফোনের সেটিংসে গিয়ে ক্যাশে এবং কুকিজ ডিলিট করে দিন। ফোনের স্টোরেজ অনেকখানি বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও কিছুই ডিলিট করতে হবে না। 

full2

অনেক অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ভিডিও, অডিও বা অন্যান্য ফাইল ডাউনলোড করে। আপনি এই অ্যাপগুলোর সেটিংসে গিয়ে অটো-ডাউনলোড বন্ধ করতে পারেন। এটির সাহায্যে, ফাইলগুলি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না এবং ফোনে জায়গা থাকবে।

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে অনেকগুলো মিডিয়া ফাইল প্রায়ই সংরক্ষিত হয়ে থাকে। দরকার ছাড়া যে ফাইলগুলো রয়েছে সেগুলো ফোন থেকে এই ফাইল মুছে ফেলতে পারেন। এটি আপনাকে আপনার ফোনের স্টোরেজ খালি করতেও সাহায্য করবে।

স্মার্টফোনে যদি একটি এসডি কার্ড স্লট থাকে, তাহলে আপনি আপনার কিছু গুরুত্বপূর্ণ ডেটা এসডি কার্ডে স্থানান্তর করতে পারেন। আপনি কিছু ক্লিনার অ্যাপও ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলো ফোনের মেমরি স্ক্যান করে এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে দেয়।

এজেড