তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম
একটি জিরো ওয়াটের বাল্ব সারা রাত জ্বালিয়ে রাখলে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? এই প্রশ্নের উত্তর নেই বেশিরভাগ মানুষের কাছেই। কেননা, বেশিরভাগ মানুষ মনে করেন, জিরো ওয়াটের বাল্ব বিদ্যুৎ খরচ করে না। আপনি যদি রাতে ঘুমানোর সময় এই আবছা আলোর বাল্বগুলো জ্বালান এবং মনে করেন যে এটি বিদ্যুৎ বিলের ওপর কোনও প্রভাব ফেলবে না, তাহলে আপনি ভুল করছেন। কারণ এই বাল্বের নাম জিরো ওয়াট হতে পারে, কিন্তু এটি বিদ্যুৎও খরচ করে।
তাহলে আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে তাহলে এটাকে জিরো ওয়াটের বাল্ব বলা হয় কেন? প্রকৃতপক্ষে, এই বাল্বের নামটি আজকের নয়, অনেক পুরনো। সেই সময় বৈদ্যুতিক মিটার এত উন্নত ছিল না।
জিরো ওয়াট বাল্বের মাসিক বিদ্যুৎ খরচ কত?
একটি জিরো ওয়াটের বাল্ব সারা রাত জ্বালিয়ে রাখলে মাস ১২-১৫ ওয়াটের বিদ্যুৎ খরচ করে।
আরও পড়ুন: ফোনে চার্জ দিতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
আগে রাতে ঘুমানোর সময় সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ করে দেওয়া হত। তখন শুধুমাত্র শূন্য ওয়াটের বাল্ব জ্বলত, তাই ইলেক্ট্রোম্যাগনেটিক মিটার এত অল্প পরিমাণে বিদ্যুৎ পরিমাপ করতে পারত না। মিটার ‘শূন্য’ দেখাত। তাই এর নাম দেওয়া হয়েছিল জিরো ওয়াট বাল্ব। এই বাল্ব সম্পর্কে মানুষের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল।
তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বাল্বটির নাম জিরো ওয়াট বাল্ব রাখা হয়েছে এর শূন্য বিদ্যুৎ খরচের কারণে নয়, বরং পুরনো মিটারের বিদ্যুৎ খরচ সঠিকভাবে পরিমাপ করতে না পারার কারণে। এই বাল্ব এক ঘন্টায় ১৫ওয়াট আওয়ার বা ০.০১৫ কিলোওয়াট আওয়ার ইউনিট বিদ্যুৎ খরচ করে।
এজেড