images

তথ্য-প্রযুক্তি

ফটোগ্রাফি ফোন আনল মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ এএম

images

নতুন ফটোগ্রাফি ফোন আনল চীনের মটোরোলা। যার মডেল মটো জি৮৫। এটি একটি ৫জি স্মার্টফোন। এই ফোনে পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হ্যান্ডসেটটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজে কেনা যাবে। 

মটোরোলা জি ৮৫ ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড ওওলিড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে। যা স্ক্রিনকে স্ক্র্যাচ এবং ক্ষতি থেকে রক্ষা করবে। ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেনারেশন ৩ প্রসেসর। হাই-এন্ড পারফরম্যান্সের জন্য তাই যথেষ্ট শক্তিশালী মডেলটি।

আরও পড়ুন: রিয়েলমি নোট ৬০এক্স: হাত থেকে পড়লেও ভাঙবে না এই ফোন

ফটোগ্রাফি পছন্দ করেন এমন ব্যক্তিদের জন্য ফোনটি খুবই উপযোগী। এর প্রাইমারি ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা স্পষ্ট এবং উজ্জ্বল ছবি তোলার নিশ্চয়তা দেয়।

inner_moto

এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে। এছাড়া, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের মাধ্যমে ফোনটি দ্রুত চার্জ করা সম্ভব।

ফোনটি অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে এবং কোম্পানি দুটি বছর ওএস আপগ্রেড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফোনের সুরক্ষার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া, আইপি ৫২রেটিংসহ ফোনটি পানি ও ধুলার বিরুদ্ধে প্রতিরোধী। সাউন্ড সিস্টেমে রয়েছে ডলবি অ্যাটস সাপোর্টেড ডুয়াল স্টেরিও স্পিকার, যা প্রিমিয়াম অডিও এক্সপেরিয়েন্স দেবে।

এজেড