images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড কনটেন্টে দেওয়া যাবে কাস্টম মেসেজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

মেটার অধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যোগ হলো নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে ফরওয়ার্ড কনটেন্টে এবার যোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো কাস্টম মেসেজ। জেনে নিনএই ফিচার কীভাবে ব্যবহার করবেন।

ফরওয়ার্ড করা কনটেন্ট, তা সে ছবি হোক, জিআইফ ফাইল বা কোনও ডকুমেন্ট, তার একটা অসুবিধা আছে। ওগুলো পাঠানোর সময়ে আমরা নিজেদের পক্ষ থেকে কোনও মেসেজ যোগ করতে পারি না। এই বিষয়টার সঙ্গে অবশ্য অভ্যস্ত হয়ে গিয়েছেন হোয়াটসঅ্যাপ ইউজাররা।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, কনটেন্ট শেয়ার করা সহজ হলো

কোনও কিছু ফঢ়ওয়ার্ড করে কিছু বলার দরকার হলে আমরা সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে একটা মেসেজ পাঠিয়ে দেই। তবে, এই মেটার মালিকানাধীন সংস্থা যেরকম ইউজার-ফ্রেন্ডলি, এখন সেই ন্যূনতম অসুবিধার জায়গাটাও আর রাখতে চায় না। ফলে, এবার থেকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করা কনটেন্টের সঙ্গে কাস্টম মেসেজ যোগ করার ফিচার আসতে চলেছে।

message

বলে রাখা ভালো হবে যে এই ফিচার বিটা টেস্টারদের জন্য ইতিমধ্যেই অ্যাক্সেসযোগ্য, হোয়াটসঅ্যাপের বেটা অ্যানড্রয়েড ভার্সন ২.২৪.২৫.৩ভার্সনে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। টেক্সট, ডকুমেন্ট, ভিডিও, লিঙ্ক, ইমেজ- সব ক্ষেত্রেই যাতে এই কাস্টম মেসেজ যোগ করার ফিচার ঠিকভাবে কাজ করে তা দেখা হচ্ছে।

সব ঠিক থাকলে কিছু দিনের মধ্যেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সবার জন্য রোল আউট করা শুরু হয়ে যাবে। ফলে, এবার থেকে চাইলে কোনও ফরওয়ার্ড মেসেজের ক্যাপশন মুছে নিজের দরকার মতো মেসেজ যোগ করা যাবে বা কোনও জোক আরও মজাদার করে তুলতে ব্যবহার করা যাবে কোনও ব্যাকগ্রাউন্ড- এভাবেই ইউজাররা এই ফিচারের সুবিধা নিতে পারবেন।

এজেড