images

তথ্য-প্রযুক্তি

শীতে এসি চালানোর প্রয়োজন নেই তবে এই কাজগুলো করতেই হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩০ নভেম্বর ২০২৪, ০৭:১৩ এএম

শীতকাল এসে এসির প্রয়োজন ফুরায়। তাই এই বৈদ্যুতিক যন্ত্রের প্রতি কোনো খেয়ালই থাকে না। যখন আবার গরম আসে তখন কদর বাড়ে এসির। 

শীতকালে বেশ কয়েক মাস বন্ধ থাকে এসি! সঠিক নিয়ম মেনে যত্ন না নিলে ভুগতে হবে আপনাকেই! জানুন কী করবেন?

ইতিমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ। শীতের আমেজ শুরু হতেই এসি  বন্ধ থাকে। এভাবে তিন-চার মাস বন্ধ থাকবে এসি। এসি বন্ধ রাখার সময় বহুদিন পর এসে চালাতে অনেক সমস্যা হতে পারে। বেশ কিছু উপায় সুরক্ষিত রাখা উচিত।

এসি বহুদিন বন্ধ থাকবে সেজন্য উচিত এসি আনপ্লাগ করে রাখা। এতে শর্ট সার্কিটের ভয় থাকবে না।

ac

আনপ্লাগের পাশাপাশি এসির ফিল্টার ক্লিনিং। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে ফিল্টার বের করে নিলেই হল। উইন্ডো এসির ক্ষেত্রে ফ্রন্ট প্যানেল খুলে তা বের করতে হবে। এর পর জল আর সাবান দিয়ে ধুয়ে নরম পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতে হবে।

যদি বাড়িতে খুব ধুলাবালি পড়ে, তবে যতদিন এসি বন্ধ থাকবে, ততদিন কভার দিয়ে ঢেকে রাখুন। বাজারে এখন এসির কভার পাওয়া যায়, যা ধুলাবালি ও আর্দ্রতা থেকে রক্ষা করে এসিকে।

আরও পড়ুন: এসি থেকেও কি গরম বাতাস পাওয়া সম্ভব?

এসির ভেতরে থাকে ইভাপোরেটর কয়েল আর বাইরে থাকে কনডেনসার কয়েল। দুটাই সাফ রাখা দরকার। স্প্লিট এসি হলে সামনের ঢাকনাটা আলতো করে তুলে একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ইভাপোরেটর কয়েল মুছে নিতে হবে। আউটডোর ইউনিটের ক্ষেত্রে কয়েল ক্লিনার স্প্রে ব্যবহার করা উচিত।

অনেকদিন একটানা বন্ধ থাকার ফলে এসির নানান পার্টস সমস্যাযুক্ত হতে পারে তাই শীতকাল শেষে পুনোরায় এসি চালু করার আগে অবশ্যই সেগুলো ভালোভাবে চেক করে নিতে হবে।

এজেড