তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১১:৪৭ এএম
শীতকালে অনেক গরম পানি দিয়ে গোসল করেন। এমনকি হাত-মুখও গরম পানি দিয়ে ধুয়ে থাকেন। পানি গরম করার জন্য বেশিরভাগ মানুষ গিজার ব্যবহার করেন। কেউবা হিটিং রড কিনে থাকেন। যার আরেকটা নাম ইমারসন রড। এই দুই যন্ত্রের মধ্যে কোনটা ভালো? কোনটা আপনার জন্য উপযুক্ত?
পানি গরম করার জন্য গিজার এবং হিটিং রড- দুটাই ভালো। উভয়েরই নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। ইমারসন রড বা হিটিং রড বাজেট ফ্রেন্ডলি এবং পোর্টেবল। অন্য দিকে, গিজার দীর্ঘমেয়াদি সুবিধা দেয়, সঙ্গে নিরাপদও। তবে দামে বিস্তর ফারাক হয়েছে।
আরও পড়ুন: গিজারের দিন শেষ! এই বালতিতেই গরম হবে পানি
হিটিং রড বা ইমারসন রড
হিটিং বা ইমারসন রডের দাম ৩০০ টাকা থেকে শুরু। ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। এককথায় বাজেট ফ্রেন্ডলি। বিশেষ করে ছাত্-রছাত্রী বা ছোট পরিবারগুলোর জন্য। সাধারণত ১.৫ থেকে ২.০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। ঘণ্টা হিসেবে ধরলে ১.৫ ইউনিট।

ইমারসন রডের সুবিধা হল, এটা পোর্টেবল যেকোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। যে সব পড়ুয়ারা মেসে থাকেন তাদের জন্য সুবিধাজনক। কিংবা সপরিবারে বেড়াতে গেলেও স্বচ্ছন্দ্যে ব্যাগে ঢুকিয়ে নিতে পারেন। খুব হালকা। পানি গরম হতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। তবে পানিতে সঠিকভাবে ডোবাতে হবে। সমস্যা হল, ইমারসন ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। একটু এদিক ওদিক হলেই বৈদ্যুতিক শক লাগতে পারে।
গিজার
গিজারের দাম সাধারণত ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত হয়। তাই বাথরুমে গিজার লাগাতে গেলে হাতে মোটা টাকা থাকা প্রয়োজন। ইনস্ট্যান্ট গিজারে ৩ থেকে ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়। স্টোরেজ গিজারে ২ থেকে ৩ কিলোওয়াট। ইমারসন রডের থেকে বেশি।
আরও পড়ুন: শীতকালে গিজার যেভাবে ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে
এর সবচেয়ে বড় সুবিধা হল, স্যুইচ টিপলেই পানি হয়ে যায়। ইনস্ট্যান্ট গিজার ছোট পরিবারগুলোর জন্য এবং স্টোরেজ গিজার বড় পরিবারগুলোর জন্য আদর্শ। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ, পাওয়ার ইন্ডিকেটর এবং পিইউএফ ইনস্যুলেশন এর মতো ফিচার থাকে। সমস্যা বলতে এর দাম বেশি। ব্যবহারের জন্য বাথরুমে অতিরিক্ত জায়গারও প্রয়োজন।
কোনটা কেনা উচিত?
বাজেট কম থাকলে ইমারসন। দীর্ঘমেয়াদে ব্যবহার করতে চাইলে গিজার। আবার যদি কেউ বিদ্যুৎ সাশ্রয়ের কথা ভাবেন তাহলে হিটিং রড নেওয়াই উচিত। আবার বেশি পানি গরম করতে চাইলে গিজারই উপযুক্ত।
এজেড