images

তথ্য-প্রযুক্তি

এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ নভেম্বর ২০২৪, ১১:২৫ এএম

এই প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমির রেডমি। এই ফ্ল্যাগশিপ ফোনের মডেল রেডমি নোট ১৪ সিরিজ। চীনে ইতিমধ্যেই এই সিরিজটি লঞ্চ হয়েছে। এখন অন্যান্য দেশেও আনার প্রস্তুতি চলছে। 

রেডমি নোট ১৪ সিরিজে তিনটি ফোন বাজারে আসছে। এগুলো হলো রেডমি নোট ১৪, নোট ১৪ প্রো এবং নোট ১৪ প্রো প্লাস।

plus

রেডমি নোট ১৪ সিরিজে মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট, ৬২০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।

সিরিজের প্রো প্লাস মডেলে মিলবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। যা স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করবে।

mi

আরও পড়ুন: ফোনে নেটওয়ার্ক না পেলে কী করবেন?

রেডমি ইন্ডিয়া সম্প্রতি একটি টিজার প্রকাশ করেছে, যেখানে “noteworthy reveal” ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে। যদিও এখনও ফোনগুলোর সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে ব্র্যান্ডের দিক থেকে আশা করা হচ্ছে যে, শিগগিরই ডিভাইস সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে।

রেডমি নোট ১৪ সিরিজ ক্রেতাদের কাছে উন্নত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তির একটি সাশ্রয়ী প্যাকেজ হতে চলেছে। ভারতে এই সিরিজটি স্মার্টফোন প্রেমীদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

এজেড