images

তথ্য-প্রযুক্তি

ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারে এলো এআই ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ এএম

জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টগ্রাম। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অধীন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি পরিচালিত হয়। এই অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। মেটার এআই শিগগিরই এই ফিচারকে আরও উন্নত করার অনুমতি দিতে পারে হোয়াটসঅ্যাপকে। যার ফলে আরও ব্যবহারকারী এর টুলগুলো ব্যবহার করতে পারবেন। তাই ব্যবহারকারীদের জন্য এআই-জেনারেটেড প্রোফাইল পিকচার রাখার অপশনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম। যা মেটার লামা ৩ এআই মডেল দিয়ে পরিচালিত হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আনসেন্ড, ডিলিট করা মেসেজ পড়ার উপায়

ai

ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচারের জন্য এআই-এর ব্যবহার

মেটার এআই ইতিমধ্যেই মোবাইল ও ডেক্সটপে এআই চ্যাটবটকে লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে অ্যাক্সেসযোগ্য করে হোয়াটসঅ্যাপের ওপর নিজেদের প্রভাব তৈরি করেছে। আর এআই মডেলের সঙ্গে ইনস্টাগ্রামের পরবর্তী লক্ষ্য হতে চলেছে। যা ধীরে ধীরে আকার ধারণ করছে। যদিও এটি আপাতত পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে ইনস্টাগ্রামে-এ যারা এআই দিয়ে ছবি তৈরি করতে চান, তারা দারুণভাবে সেই সুযোগ পাবেন।

ai3

নতুন এই ফিচারের মাধ্যমে ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচারে ক্লিক করতে পারেন ব্যবহারকারী। যেখানে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিজেদের এআই প্রোফাইল পিকচার ক্রিয়েট করার বিকল্প দেবে। এখন অন্য ছবি সোর্সিংয়ের মাধ্যমে কিংবা টেক্সট প্রম্পটস ব্যবহার করে এই ইমেজ জেনারেশন হবে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

এজেড